এখন পড়ছেন
হোম > রাজ্য > বাস থেকে ট্রাম – বিধানসভা রাজ্য পরিবহণ নিয়ে একাধিক বড় তথ্য শুভেন্দু অধিকারীর

বাস থেকে ট্রাম – বিধানসভা রাজ্য পরিবহণ নিয়ে একাধিক বড় তথ্য শুভেন্দু অধিকারীর

এবার রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আরও সচল করতে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার- বুধবার বিধানসভায় এক প্রশ্নোত্তর পর্বে এমনই কিছু কথা জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তমোনাশ ঘোষ পরিবহন মন্ত্রীকে প্রশ্ন করেন যে, দক্ষিণ শহরতলিতে ট্রাম পরিষেবা নতুন করে চালু করা যায় কি না! আর তখনই রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “দক্ষিণ শহরতলীতে যা অবস্থা তাতে সেখানে নতুন করে ট্রাম পরিষেবা চালানো সম্ভব নয়।”

পাশাপাশি শহরে অনেকগুলো ট্রাম রুট বন্ধ করে দেওয়া হতে পারে বলেও এদিন পরিবহনমন্ত্রীর বক্তব্য থেকে আভাস পাওয়া যায়। তবে বেশ কয়েকটি ট্রাম পরিষেবা নতুন করে এই রাজ্যে চালু হতে পারে বলেও এদিন জানান শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্যন্ত কলকাতা শহরে প্রায় সব মিলিয়ে 85 টি ট্রাম চলছে। তবে ট্রাম চালানো খুব একটা লাভজনক না হওয়ায় বেশ কিছু রুটে এই ট্রাম পরিষেবা বন্ধ করে দেওয়ার পাশাপাশি আগামীদিনে শনি এবং রবিবার এসি ট্রাম চালানোর কথাও এদিন ঘোষণা করেন পরিবহন মন্ত্রী।

অন্যদিকে এদিন মুর্শিদাবাদের ডোমকলে সরকারি বাস পরিষেবা নিয়ে রাজ্য পরিবহণ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সিপিএমের বিধায়ক আনিসুর রহমান। আর এরই জবাবে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বাম আমলে ভাঙা সরকারি বাসে পার্টির ক্যাডার পোষা হতো। এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে।”

পাশাপাশি পরিবহন সংস্থাগুলিতে বিগত বাম সরকারের 132 কোটি টাকা ঋণ যে বর্তমান সরকার পরিশোধ করেছে এদিন সেকথাও বিধানসভায় জানান শুভেন্দু অধিকারী। অন্যদিকে এদিন বিধানসভায় তৃণমূল বিধায়ক দুলাল বর, সিপিএম বিধায়ক জাহানুর খাতুন সহ বেশ কয়েকজন রাজ্যের বিভিন্ন রুটে সরকারি বাস দেওয়ার দাবি তুললে পরিবহন মন্ত্রী জানিয়ে দেন, “অনুরোধের খাতিরে ছয় মাসের জন্য তিনি বাস দিতে পারেন, তবে তা যদি লাভজনকভাবে না চলে তাহলে স্থায়ীভাবে কোন বাস চালানো হবে না।” সূত্রের খবর 2011 সালে রাজ্যে পালাবদলের পর বর্তমান সরকার ক্ষমতায় এসে 1186 টি নতুন বাসের রুট এবং 846 টি নতুন সরকারি বাস চালু করেছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে শুধু বাস পরিষেবাই নয়, জলপথ পরিবহনেও রাজ্য কুকড়াহাটি- রায়চক, উত্তরপাড়া-দক্ষিণেশ্বর, উলুবেরিয়া থেকে নতুন পরিষেবা চালু করছে বলেও এদিন বিধানসভায় আশ্বাসবাণী দেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে বাস এবং ট্রাম পরিষেবায় এই রাজ্য যে অনেকটাই এগিয়ে আছে, এদিন সেই কথা তুলে ধরে বিধানসভায় বিরোধীদের দাবিকে খন্ডন করার চেষ্টা করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!