এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > পানীয় জলের বেহাল দশা, পচা জলের প্রতিবাদে পথ আটকে বিক্ষোভ জনতার!

পানীয় জলের বেহাল দশা, পচা জলের প্রতিবাদে পথ আটকে বিক্ষোভ জনতার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্য উন্নয়নের নামে যে প্রহসন হচ্ছে, তা এক কথায় স্পষ্ট। আর সেই কারণেই এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রচুর আসনে জিতলেও বেশিরভাগ এলাকাতেই তারা পিছিয়ে রয়েছে। আর এই পরিস্থিতিতে আজ নবান্নের বৈঠক থেকেও একাধিক পৌরসভার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আর তার মাঝেই আজ বসিরহাটের টাকি রোডে অবরোধ করে বিক্ষোভ করতে দেখা হলো জনসাধারণকে।সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই বসিরহাটের টাকি রোড এলাকায় পানীয় জলের বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে।

যেখানে বাড়ি বাড়ি জল আসলেও, সেই জল খাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।এমনকি সেখানে বিভিন্ন বজ্র পদার্থ ভেসে আসছে বলেও সোচ্চার হয়েছেন সাধারণ মহিলারা। আর তার প্রতিবাদেই তীব্র গরমে পানীয় জলের কষ্টের ফলে তারা আজ রাস্তায় বসে অবরোধ করতে শুরু করেছেন।স্বভাবতই গোটা পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছে গিয়েছে পুলিশ। কিন্তু এই তীব্র গরমে পানীয় জলের বেহাল পরিস্থিতি নিয়ে যে প্রতিবাদ এদিন আছড়ে পড়েছে, তাতে রীতিমত চাপে স্থানীয় প্রশাসন। তবে কবে এই বেহাল পরিস্থিতির সমাধান হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!