ছুটির পালা শেষ হলো, এবার থেকে শিক্ষকদের নিয়মিত স্কুলে উপস্থিত হবার কঠোর নির্দেশ বিশেষ খবর রাজ্য July 12, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণের কারণে এক বছরের বেশি সময় ধরে স্কুলের স্বাভাবিক পঠন পাঠন বন্ধ রয়েছে। যে কারণে স্কুলে শিক্ষকদের যাতায়াত প্রায় বন্ধ। তবে মিড-ডে-মিল, স্কুলে ভর্তির মত সময়ে শিক্ষকদের উপস্থিতি দেখা যায়। তবে, প্রধান শিক্ষক-শিক্ষিকারা প্রায় নিয়মিত স্কুলে উপস্থিত হচ্ছেন। এই পরিস্থিতিতে স্কুলশিক্ষকদের নিয়মিত স্কুলে উপস্থিত হবার নির্দেশ এসেছে জেলা স্কুল পরিদর্শকের পক্ষ থেকে। শিক্ষকদের ডিউটি তালিকা তৈরি করে স্কুলে উপস্থিত হবার নির্দেশ দেয়া হয়েছে। স্কুলে শিক্ষকদের উপস্থিতি অনিয়মিত হলেও, প্রধান শিক্ষক-শিক্ষিকাদের প্রায়শই উপস্থিত হতে হয় বিভিন্ন কাজে। যার মধ্যে রয়েছে কন্যাশ্রী, ট্যাব বিতরণ, ভর্তি প্রক্রিয়ার মত কাজ গুলি। প্রধান শিক্ষক শিক্ষিকারা স্কুলে গেলেও স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ না থাকার কারণে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি তুলনায় কম। যার ফলে সমস্যা বাড়ছে প্রধান শিক্ষকের। এ কারণেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন স্কুল পরিদর্শক। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টারস এন্ড হেডমিস্ট্রেস এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি জানালেন যে, স্কুলের অনেক কাজ থাকে। কিন্তু শিক্ষকদের উপস্থিতি কম থাকায় কাজ হচ্ছে না। সময়মতো কাজ শেষ করা অসম্ভব হয়ে পড়ছে। কোন কোন শিক্ষক নিজের ইচ্ছায় স্কুলে আসছেন, কিন্তু বেশিরভাগ সময় শিক্ষকদের স্কুলে আনতে কাকুতি-মিনতি করতে হচ্ছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - একারণে এবার বিজ্ঞপ্তি জারি করে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিত হবার নির্দেশ দেয়া হচ্ছে স্কুল পরিদর্শকের পক্ষ থেকে। পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলা পরিদর্শকেরা এ কাজ শুরু করেছেন। এ প্রসঙ্গে পশ্চিম বর্ধমানের জেলা স্কুল পরিদর্শক অজয় পাল জানিয়েছেন যে, প্রধান শিক্ষক শিক্ষিকাদের তাঁরা নির্দেশ দিয়েছেন যে, তাঁরা যেন ডিউটি তালিকা তৈরি করে ফেলেন। রাজ্য সরকারের অতিমাড়ির নির্দেশাবলী মেনে শিক্ষকদের উপস্থিত হবার নির্দেশ দিয়েছেন তিনি। জেলা স্কুল পরিদর্শকের এই নির্দেশকে অনেকেই স্বাগত জানিয়েছেন। তবে, কিছু শিক্ষক এর বিরোধিতাও করেছেন। বেশ কিছু শিক্ষক অভিযোগ করেছেন যে, স্কুলে উপস্থিত হওয়ার ব্যাপারে রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোন নোটিস জারি করা হয়নি। এ কারণে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বেশকিছু শিক্ষকদের অভিযোগ, গ্রীষ্মের ছুটি শেষ হয়েছে, এই ধরনেরও কোন বিজ্ঞপ্তি শিক্ষাদপ্তর জারি করেনি। স্কুলে উপস্থিত হতে আপত্তি না থাকলেও, পরিবহনগত সমস্যার কারণে স্কুলে উপস্থিত হওয়া অসুবিধাজনক বলে জানিয়েছেন একাধিক শিক্ষক। প্রসঙ্গত, করোনা সংক্রমনের কারণেই দীর্ঘদিন ধরে রাজ্যের স্কুল-কলেজ বন্ধ। সে কারণেই স্কুলে শিক্ষক-শিক্ষিকার উপস্থিতি তেমন একটা নেই। এবার সংক্রমণ কমে আসার পর শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিত স্কুলে উপস্থিত হবার নির্দেশ দিতে শুরু করেছেন জেলা স্কুল পরিদর্শকরা। এবার স্কুলে স্বাভাবিক পঠন-পাঠন চালু করার বিষয়ে নেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এমন আশায় বুক বাঁধছেন অনেকে। আপনার মতামত জানান -