এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে ফের মমতার নিশানায় রাজ্যপাল, একি বললেন মুখ্যমন্ত্রী!

পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে ফের মমতার নিশানায় রাজ্যপাল, একি বললেন মুখ্যমন্ত্রী!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়েছে। তবে রাজ্যপালের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হলেও তার প্রতিবাদ জানিয়ে করা চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এর সমালোচনাও করেছেন তিনি। আর এই পরিস্থিতিতে পাটনায় বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকের পর সেই বিষয়ে রাজ্যপাল এবং কেন্দ্রকে কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। তার দাবি, রাজভবনের পক্ষ থেকে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা হচ্ছে।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে পাটনা থেকে সাংবাদিক বৈঠকে সোচ্চার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “রাজভবনের পক্ষ থেকেও সমান্তরাল সরকার চালানোর চেষ্টা হচ্ছে। আমরাই জানি না, পশ্চিমবঙ্গ দিবস কবে! কিন্তু রাজ্যপাল রাজভবনের পক্ষ থেকে সেই অনুষ্ঠান করে দিলেন।”

বিশেষজ্ঞদের মতে, এই বৈঠকের মধ্য দিয়ে একদিকে যেমন কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত যে তীব্র হচ্ছে, সেই কথাও বুঝিয়ে দিলেন তিনি। পশ্চিমবঙ্গ দিবস পালনের কথা তুলে ধরে কার্যত রাজভবনকে কটাক্ষ করলেন বাংলার প্রশাসনিক প্রধান। অর্থাৎ বিরোধী দলগুলোকে নিয়ে বৈঠকে রাজ্যপালকে দিয়ে যে বিরোধী শাসিত রাজ্য গুলোকে চাপে রাখার চেষ্টা হচ্ছে, সেই কথাই তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!