এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্ণাটক বিধানসভা নির্বাচন: প্রিয় বন্ধু বাংলার এক্সক্লুসিভ এক্সিট পোল

কর্ণাটক বিধানসভা নির্বাচন: প্রিয় বন্ধু বাংলার এক্সক্লুসিভ এক্সিট পোল


শেষ হল কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ২২৫ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় ২২৩ আসনে আজ ভোটগ্রহণ হল। একটি আসনে রাজ্যপাল মনোনীত বিধায়ক আসবেন, অন্যদিকে আরআর নগর আসনে ভোট প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে ভোটার কার্ড কেলেঙ্কারির জন্য, সেখানে ভোটগ্রহণ হবে আগামী ২৮ শে মে। কর্নাটকে ভোটগণনা হবে আগামী ১৫ মে, মঙ্গলবার। সেদিনই ইভিএম খুললে বোঝা যাবে আগামী ৫ বছর কর্ণাটকের শাসনভার কার হাতে যেতে চলেছে।

এরই মধ্যে প্রিয়বন্ধু বাংলার তরফে কর্নাটকে ভোট পরবর্তী একটি সমীক্ষা চালানো হয়। কর্ণাটকের বিভিন্ন অংশে মোট ৭০ টি আসনে এই সমীক্ষা চালানো। প্রতি বিধানসভায় অন্তত ৫০-৭০ তো বুথ এই সমীক্ষায় স্যাম্পল সংগ্রহের জন্য বেছে নেওয়া হয়েছিল। বিভিন্ন প্রশ্নের প্রাপ্ত উত্তরের ভিত্তিতে, প্রিয়বন্ধু বাংলার আভাস, কর্নাটকে ফল এইরকম হতে পারে –

কে কত আসন পেতে পারে?
বিজেপি – ১১৮
কংগ্রেস – ৮২
জেডিএস – ২১
অন্যান্য – ৩

ভোট শতাংশের হিসাবে কে কোথায় দাঁড়িয়ে?
বিজেপি – ৩৯%
কংগ্রেস – ৩৪%
জেডিএস – ১৯%
অন্যান্য – ৮%

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!