এখন পড়ছেন
হোম > জাতীয় > অসমেও কি ফুটতে চলেছে ঘাসফুল? হেভিওয়েট সাংসদের কাছে তৃণমূল যোগের প্রস্তাবে জল্পনা!

অসমেও কি ফুটতে চলেছে ঘাসফুল? হেভিওয়েট সাংসদের কাছে তৃণমূল যোগের প্রস্তাবে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   বাংলা পেরিয়ে এবার সর্বভারতীয় রাজনীতির দিকে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে সর্বভারতীয় রাজনীতিতে ঘাসফুল শিবির কতটা দাগ কাটতে পারবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে তৃণমূল বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে বাংলার বাইরে তাদের কোনো সংগঠন নেই বলেও বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে। কিন্তু নিজেদের কথামতই এবার কাজ শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। যেখানে এবার অসমের নির্দল সাংসদের কাছে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর।

স্বাভাবিকভাবেই তৃণমূল যখন বাংলার বাইরে বেরিয়ে ত্রিপুরা থেকে শুরু করে অসমের মত পার্শ্ববর্তী রাজ্যগুলোতে সংগঠন চাঙ্গা করার জন্য চিন্তাভাবনা শুরু করেছে, তখন এক নির্দল সাংসদের কাছে তৃণমূলের পক্ষ থেকে যোগদানের প্রস্তাব দেওয়ার বিষয়কে কেন্দ্র করেই পরিষ্কার হয়ে গেল বলে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের। সূত্রের খবর, সম্প্রতি অসমের কোকরাঝাড়ের নির্দল সাংসদ নবকুমার সারানিয়াকে তৃণমূলে যোগদান করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর।

এদিন সেই কথা স্বীকার করে নিয়েছেন সেই নির্দল সাংসদ। তবে এখনও পর্যন্ত যে এই ব্যাপারে কোনো চিন্তা-ভাবনা করেননি, সেই কথা জানিয়ে দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। একাংশ বলছেন, তৃণমূলের পক্ষ থেকে নির্দল সাংসদের কাছে যখন যোগদান করার প্রস্তাব গিয়েছে, তখন বোঝাই যাচ্ছে, তৃণমূল সর্বভারতীয় রাজনীতিতে কতটা মনোযোগী হয়ে পড়েছে। ধীরে ধীরে যে আসামের পাশাপাশি অন্যান্য রাজ্যগুলোতে তারা এইভাবে নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করবে, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। তাহলে কি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে সেই নির্দল সাংসদ নবকুমার সারানিয়া বলেন, “অসমের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতাদের সঙ্গে আমার যথেষ্ট সম্পর্ক ভালো রয়েছে। তারা এই বিষয়ে আমার সঙ্গে কথা বলেছেন। তবে এখনই চূড়ান্তভাবে কিছু বলার সময় আসেনি। আমি তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে দেখেছি, তারা আসামে তাদের দলীয় সংগঠন বাড়াতে আগ্রহী। পাশাপাশি তারা আগামী নির্বাচনগুলোতে আমাদের রাজ্যে ভালো ফল করার উদ্যোগ নিতে শুরু করেছেন। তাই আমিও তাদের প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছি। সংসদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য এখন দিল্লিতে রয়েছি। তৃণমূলের সাংসদরাও অধিবেশনে যোগ দিতে দিতে এসেছেন। আশা করি, এখানে ফলপ্রসূ আলোচনা হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, বাংলার বাইরে ত্রিপুরা থেকে শুরু করে দিল্লী পর্যন্ত একুশে জুলাইয়ের বক্তব্য সম্প্রচারিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় রাজনীতিতে বিস্তার লাভ করতে ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সাধারণ সম্পাদক করা হয়েছে। আর দায়িত্ব নেওয়ার পরেই অভিষেকবাবু বুঝিয়ে দিয়েছেন, এবার অন্যান্য রাজ্যে বিস্তার লাভ করা তাদের প্রধান লক্ষ্য।আর সেই মতো করেই জল্পনা বাড়িয়ে আসামের এক নির্দল সাংসদের সঙ্গে তৃণমূলের কথোপকথনের বিষয়টি উঠে আসতে শুরু করল।যার ফলে খুব দ্রুত আসামের সেই সাংসদ তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। আর তা যদি হয়, তাহলে আসামের মধ্য দিয়েই তৃণমূল সর্বভারতীয় ক্ষেত্রে বিস্তার লাভের পথে একধাপ এগিয়ে যাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!