এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > কাঠগড়ায় ভূমিদপ্তর ! অভিযোগ সামনে আসতেই কড়া হুঁশিয়ারি মুখ্যন্ত্রীর !

কাঠগড়ায় ভূমিদপ্তর ! অভিযোগ সামনে আসতেই কড়া হুঁশিয়ারি মুখ্যন্ত্রীর !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- জেলা সফরে গিয়ে আজ পুরুলিয়া প্রশাসনিক সভা করলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পুরুলিয়া প্রশাসনিক সভা থেকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী । যেখানে প্রশাসনিক সভা থেকে প্রথমে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি এরপরে ভূমিদপ্তর কে কাঠগড়ায় দাঁড় করিয়ে সাংঘাতিক ভাবে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী ।  আজ সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক উপস্থিত হয়ে প্রমাণ সহ নানান ধরনের অভিযোগ তুলে ধরে ঐ সমস্ত বিষয়ে কড়া নির্দেশ দিয়ে বলেন তদন্ত করে অবিলম্বে রিপোর্ট জমা দেওয়ার জন্য ।

সূত্রের খবর আজ পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক থেকে ব্লক ভূমি রাজস্ব অফিসে গিয়ে ভুক্তভোগী বেশকিছু জনকে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী যাদের জমি সংক্রান্ত একাধিক দরখাস্ত পড়ে শোনান তিনি যার মধ্যে দেখা যায় যে মিউটেশন করতে গিয়ে দালাল চেয়েছে ৩০ হাজার টাকা একথা উল্লেখ করে নালিশ জানিয়েছিল পুরুলিয়ার এক পরিবার ।

এছাড়া আরো এই রকম অভিযোগ সামনে আসতেই কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, “কেউ যদি এই পরিবারকে কেউ ধমকায়, চমকায় আমি তাকে প্রথমেই গ্রেফতার করে ঢুকিয়ে দেব। সে যেই হোক। এই কেসগুলি তুলে আনার উদ্দেশ্য হল সমাধানটা কী হবে? বেশিরভাগ সময়ই আদিবাসীদের গুরুত্ব দেওয়া হয় না। আদিবাসীদের অনেকেরই অভিযোগ, তারা ঠিক করে পড়াশোনা করতে পারে না। এমনকী, জমি মিউটেশন করতে গেলে তাদের হেনস্থা করা হচ্ছে। এনিয়ে অনেক অভিযোগ পেয়েছি। এই বিষয়গুলি দেখে নিতে হবে। আদাবাসীদের গুরুত্ব দিতে হবে। আদিবাসীদের জায়গা কেউ নিতে পারবে না। এটা আইন বিরুদ্ধ। আদিবাসীদের জমি যদি কেউ নেয় তাহলে BLRO-নামে এফআইআর হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!