এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বেফাঁস মন্তব্যের জেরে এবার শাস্তির মুখে পড়তে পারেন মুকুল রায়, বাড়ছে জল্পনা

বেফাঁস মন্তব্যের জেরে এবার শাস্তির মুখে পড়তে পারেন মুকুল রায়, বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বেফাঁস মন্তব্য করে তৃণমূলের অস্বস্তি নিমেষের মধ্যে বাড়িয়ে দিয়েছেন মুকুল রায়। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক তিনি। বিধানসভা নির্বাচনের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন তিনি। কিন্তু গতকাল আশ্চর্যজনকভাবে তাঁকে বিজেপি’র জয়ধ্বনি করতে দেখা যায়। গতকাল মুকুল রায়কে বলতে দেখা গিয়েছিল যে, কৃষ্ণনগর উত্তরে উপ নির্বাচন হলে বিজেপি জয়লাভ করবে। যদিও পরে তিনি নিজের ভুল শুধরে নেন। কিন্তু এতে যথেষ্ট অস্বস্তি বাড়ে তৃণমূলের। তাই এবার শাস্তি পেতে চলেছেন তিনি।

জানা গেছে, গতকাল গণমাধ্যমে বেফাঁস বক্তব্য রাখার কারণে দলের যথেষ্ট অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেকায়দায় পড়তে হয়েছে দলকে। অস্র চলে গেছে বিজেপির হাতে। এ কারণে আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফর থেকে বাদ পড়তে পারেন মুকুল রায়। জানা যাচ্ছে, এই সফরে তাঁর যোগদান প্রায় অনিশ্চিত বলা চলে। কারণ, সেখানেও যদি তিনি এমন ধরনের কোনো বক্তব্য রাখেন, এ কারণেই এই পদক্ষেপ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল সাংবাদিকদের সামনে তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে, কৃষ্ণনগর উত্তরে উপনির্বাচন হলে ভারতীয় জনতা পার্টি জিতবে, তৃণমূল কংগ্রেস পরাজিত হবে। তিনি আরও জানান যে, বিজেপি স্বমহিমায় ফিরে আসবে। তারপরে নিজের ভুল বুঝতে পারেন তিনি। কিন্তু ততক্ষণে তাঁর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। নিমেষের মধ্যে হাসির পাত্রও হতে হয় তাঁকে। যদিও পরে মুকুলবাবুকে বলতে শোনা যায় যে, বিজেপির কোন অস্তিত্ব থাকবে না। তৃণমূল কংগ্রেস স্বমহিমায় ফিরে আসবে।

কিন্তু যে বক্তব্য একবার মুখ থেকে বেরিয়ে যায়, তাকে কখনোই ফিরিয়ে আনা যায় না। এমন ধরনের মন্তব্য কেন করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়? অনেকে ঠাট্টা করে বলছেন যে, মুকুলবাবু যে দল বদল করেছেন, এখনো তিনি তা ঠিকমত বুঝে উঠতে পারছেন না। এখনও তিনি বুঝে উঠতে পারছেন না যে, তিনি কোন দলে রয়েছেন? এ কারণেই এমন ধরনের মন্তব্য করতে দেখা যাচ্ছে তাঁকে। আবার, তৃণমূলের বেশ কিছু কর্মী জানিয়েছেন যে, সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য বিঘ্নিত হওয়ার কারণে এই ধরনের কথা বলে থাকতে পারেন মুকুল রায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!