এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে আবেদন জানাতে গিয়ে শেষে পুলিশের জালে একাধিক চাকুরিপ্রার্থী

ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে আবেদন জানাতে গিয়ে শেষে পুলিশের জালে একাধিক চাকুরিপ্রার্থী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে একের পর এক ভুয়ো ব্যক্তির সন্ধানে যখন অতিষ্ঠ পুলিশ ও গোয়েন্দারা, ঠিক সেসময়েই মালদহ জেলাতে ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে চাকরির আবেদন করতে গিয়েছিলেন একাধিক চাকরিপ্রার্থী। সম্প্রতি, মালদহে কেন্দ্রীয় সরকারের গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। যেখানে বহু চাকরি প্রার্থী আবেদন জানিয়েছিলেন। যাদের মধ্যে ১৫ জন ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে আবেদন জানিয়েছিলেন বলে, জানা যাচ্ছে।

কিছুদিন আগে মালদহ জেলার ডাক বিভাগের পক্ষ থেকে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ১০০ জনেরও বেশি শূন্য পদ ছিল সেখানে। সেখানে কয়েকশো প্রার্থী আবেদন জানান। নিয়ম অনুযায়ী, আবেদনপত্রের সঙ্গে মার্কশিট ও সার্টিফিকেট জুড়ে দেয়া হয়। এরপর মার্কশিট ও সার্টিফিকেট এর ভিত্তিতে সফল প্রার্থীদের তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নিয়োগ চূড়ান্ত করার পূর্বে বেশকিছু সার্টিফিকেটের ভেরিফিকেশন করতে গিয়েই আসল বিষয়টি নজরে আসে ডাক বিভাগের। সন্দেহ হবার কারণে বোর্ডের কাছে ডাক বিভাগের পক্ষ থেকে চিঠি দেয়া হয়। চিঠি দেওয়ার পর জানা যায় যে, ১৫ জন প্রার্থী তাদের আবেদনপত্রের সঙ্গে ভুয়ো সার্টিফিকেট দিয়েছেন। ডাক বিভাগের পক্ষ বোর্ডের কাছে চিঠি দেওয়া হলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসে। আর এই তথ্য পাওয়ার পরই তৈরি হয় চাঞ্চল্য।

এ প্রসঙ্গে মালদহ ডিভিশনের ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট জগদীশ সিংহ জানিয়েছেন যে, কিছু প্রার্থীর সার্টিফিকেট দেখে তাঁর সন্দেহ হয়েছিল, এ কারণে সেগুলির সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট বোর্ডের কাছে চিঠি দেয়া হয়েছিল। এরপর বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই সার্টিফিকেট গুলো ভুয়ো। এরপর তাঁরা পুলিশের দ্বারস্থ হন। পুলিশের কাছে সমস্ত বিষয়টি জানানো হয়েছে। পুলিশের কাছে ঘটনার তদন্তের দাবি করেছেন তাঁরা।

এ প্রসঙ্গে মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানালেন যে, ১৫ জন কর্ম প্রার্থী ভুয়ো সার্টিফিকেট নিয়ে আবেদন জানিয়েছিলেন। তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তাদের খোঁজ শুরু হয়েছে। কোথা থেকে? কিভাবে তারা এই ভুয়ো সার্টিফিকেট পেলেন? তার সন্ধান করছে পুলিশ। এর পেছনে কোন চক্র জড়িত আছে কিনা? সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন যে, এই চাকরি প্রার্থীদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্তের যদি তারা দোষী প্রমাণিত হন, তবে তাদেরকে গ্রেফতার করা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!