এখন পড়ছেন
হোম > অন্যান্য > স্বাধীনতা দিবসের দিনেই সামনে আসবে করোনার ভ্যাকসিন? নতুন জল্পনায় শোরগোল গোটা দেশে!

স্বাধীনতা দিবসের দিনেই সামনে আসবে করোনার ভ্যাকসিন? নতুন জল্পনায় শোরগোল গোটা দেশে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গোটা বিশ্ব বর্তমানে করোনার তান্ডবে কার্যত ছারখার হয়ে গেছে। এখনও কোনও প্রতিষেধক আবিষ্কৃত না হওয়ায়, কার্যত গৃহবন্দী হয়েই কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলে, জীবন-জীবিকার কার্যত দফারফা। দমবন্ধকর পরিস্থিতিতে জানা নেই কবে মিলবে এর থেকে প্রতিকার! ফলে, বাড়ছে অসহায়তা – পাখির চোখ বিজ্ঞানীদের আবিষ্কারের দিকে।

আর বিজ্ঞানীরাও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই মারণ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করে বিশ্ববাসীকে এই অতিমারী থেকে রক্ষা করতে। ফলে, রোজই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই নিয়ে অগ্রগতির খবর সামনে আসছে। কিন্তু, যে খবরের দিকে মানুষ কার্যত ছাতক পাখির মত তাকিয়ে আছে – সেই ভ্যাকসিন আবিষ্কারের কোনো খবর এখনও সামনে আসে নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরই মধ্যে, গোটা দেশ জুড়ে জল্পনা ছড়ালো – আগামী ১৫ ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনেই নাকি করোনার ভ্যাকসিন আবিষ্কৃত হয়ে যাবে। অব থেকে বড় কথা সেই আবিষ্কার নাকি হতে চলেছে ভারতেই! প্রসঙ্গত, ভারতের প্রথম করোনাভাইরাস ভ্যাকসিন বাজারে আসতে পারে ১৫ অগাস্ট – এমনই ইঙ্গিত মিলেছে আইসিএমআরের তরফে।

সূত্রের খবর, ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড-এর সঙ্গে পার্টনারশিপ করে আইসিএমআর এই ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু করবে। জানা গিয়েছে, গোটা দেশের ১২টি সংস্থায় এই ক্লিনিক্যাল ট্রায়াল কার্যকরী হবে। প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর তরফে আগেই জানানো হয়েছিল, অতীতের মত এই অতিমারীতেও ভারতের হাত ধরেই প্রতিষেধক আবিষ্কৃত হওয়ার সম্ভাবনা প্রবল। এখন এই জল্পনাকে বাস্তবায়িত করে – সত্যিই স্বাধীনতা দিবসের দিন ভ্যাকসিন আবিষ্কৃত হয় কিনা সেদিকেই আপাতত নজর সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!