এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বন্যা বিধ্বস্ত জেলা পরিদর্শন ও সাহায্যের আশ্বাস রাজ্যের একাধিক মন্ত্রীর

বন্যা বিধ্বস্ত জেলা পরিদর্শন ও সাহায্যের আশ্বাস রাজ্যের একাধিক মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রবল বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে অন্যতম হলো হাওড়া ও পূর্ব বর্ধমান জেলা। গতকাল হাওড়া জেলার বেশ কিছু এলাকা পরিদর্শন করেছিলেন রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায়। অন্যদিকে গতকাল পূর্ব বর্ধমান জেলার একাধিক বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লা চৌধুরী। পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকের একলক্ষী বাজার সংলগ্ন অলিবাজার এলাকা পরিদর্শন করলেন তাঁরা গতকাল।

গতকাল রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানালেন যে, শুধুমাত্র ক্ষতিগ্রস্ত উচালন এলাকাটি সরকারিভাবে যে সংস্কার করা হবে, তা নয়। সমগ্র পূর্ব বর্ধমান জেলা, দক্ষিণ দামোদরের সমস্ত জায়গা গুলি পরিদর্শন করবেন তাঁরা। ব্লকের বিডিওর সঙ্গে তাঁরা এ বিষয়ে কথা বলেছেন। সমস্ত রিপোর্টগুলো নবান্নে লিখিতভাবে জানাবার নির্দেশ দিয়েছেন তাঁরা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি, রায়না বিধানসভা কেন্দ্রের বিধায়ক শম্পা ধারা, বিডিও আনিশা যশ, এছাড়াও জেলা পরিষদের একাধিক সদস্য ও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমুখরা। এলাকা পরিদর্শনের পূর্বে গণমাধ্যমের সামনে বক্তব্য রাখেন তাঁরা। এ প্রসঙ্গে রায়না ব্লকের বিডিও আনিশা যশ জানালেন যে, রায়না ২ ব্লকের ৫ হাজার কৃষকের চাষযোগ্য জমির ব্যাপক ক্ষতি হয়েছে। ২ হাজার হেক্টর জমিতে জল দাঁড়িয়ে আছে। ৭০ টনের কাছাকাছি পুকুরের মাছ নষ্ট হয়েছে মাছ চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে।

৩৫ হেক্টর পুকুরের জল উপচে বাইরে বেরিয়ে এসেছে। রায়না ২ ব্লকের ৩ টি গ্রাম পঞ্চায়েতে অনেকের বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আরুই গ্রাম পঞ্চায়েত, উচালন গ্রাম পঞ্চায়েত কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত ব্লকে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১ টি পারিবার। বড়বৈনান গ্রাম পঞ্চায়েতের বাতাসপুর এলাকায় রাস্তার ক্ষতি হয়েছে। এছাড়াও বেশ কিছু ক্ষতি হয়েছে। উচালন গ্রাম পঞ্চায়েতের লক্ষী বাজার সংলগ্ন এলাকায় অতিবৃষ্টির কারণে খালের বাঁধে ধস নেমেছে। শ্মশানের একটি চুল্লি খালের জলে ভেসে গেছে। একটি কাঠের সেতু সম্পূর্ণ ভেঙে পড়েছে খালে তলিয়ে গেছে সেটি। বর্ধমান ও বাঁকুড়ার সংযোগকারী পাকা সেতু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, রাজ্যের মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ জানালেন যে, তাঁরা এলাকা পরিদর্শন করে এসেছেন। রায়না বিধানসভার বিধায়ককে শ্মশানের চুল্লি ঠিক করে দেবার ব্যবস্থা করার নির্দেশ দেয়া হয়েছে বিধায়কের তহবিল থেকে। সেতুর ব্যাপারে জেলা পরিষদের সভাধিপতি ও জেলাশাসকের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এভাবে গতকাল বন্যা বিধ্বস্ত পূর্ব বর্ধমানের একাধিক এলাকা পরিদর্শন করলেন রাজ্যের দুই মন্ত্রী ও অন্যান্য পদস্থ ব্যক্তিরা। রাজ্যের বন্যা বিধ্বস্ত একাধিক এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!