এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্রধানমন্ত্রীর উদ্বোধন করা সার্কিট বেঞ্চ আবার উদ্বোধন করে কেন্দ্রের ওপর ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উদ্বোধন করা সার্কিট বেঞ্চ আবার উদ্বোধন করে কেন্দ্রের ওপর ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী

গত 8 ফেব্রুয়ারি উত্তরবঙ্গে এসে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের নয়া সার্কিট বেঞ্চের উদ্বোধন করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সেই একই জিনিস ফের গতকাল উত্তরবঙ্গের মাটি থেকে উদ্বোধন করে নাম না করেই সেই কেন্দ্রের উদ্দেশ্যেই তোপ দাগলেন বাংলার প্রশাসনিক প্রধান।

সূত্রের খবর, এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক আইনজ্ঞরা। আর এই অনুষ্ঠান মঞ্চ থেকেই নাম না করে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “1988 সাল থেকে এখানে সার্কিট বেঞ্চের জন্য দাবি উঠেছিল। গত 1912 সালে আমি এটার শিলান্যাস করেছিলাম। হয়তো অনেক আগেই এটা হয়ে যেতে পারতো।”

একাংশের মতে, প্রকাশ্যে কেন্দ্রের বিরুদ্ধে কোনরূপ মন্তব্য না করলেও কেন্দ্রের আচরণের জন্যই এই উত্তরবঙ্গের কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ উদ্বোধনে দেরি হল হলে এদিন সেই কেন্দ্রকেই চাপে ফেলার চেষ্টা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত বিচারপতিদের কাছে আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, “সবাই ঝরঝরে ইংরেজি বলতে পারে না। জেলার বহু ছেলেমেয়ে আইনে স্নাতক হয়ে এখানে প্র্যাকটিস শুরু করছেন। তারা ইংরেজি বুঝলেও খুব ভালোভাবে বলতে পারেন না।” তাই সওয়াল জবাবে যাতে আঞ্চলিক ভাষাকে সুযোগ দেওয়া যায় তার জন্য আবেদন করেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এদিনের মঞ্চ থেকে প্রকাশ্যে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটককে। এদিন তিনি বলেন, “এখনও পর্যন্ত রাজ্য সরকার এই সার্কিট বেঞ্চের জন্য 40 কোটি টাকা খরচ করেছে। কিন্তু এর জন্য একটা টাকাও বরাদ্দ করেনি জেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উত্তরবঙ্গের মানুষদের বিগত 40 বছর ধরে দেখে আসা স্বপ্ন আজ বাস্তবে পূরণ হয়েছে।”

এদিকে যখন রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী এই সার্কিট বেঞ্চের উদ্বোধন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছেন, ঠিক তখনই সেই একই মঞ্চে উপস্থিত রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী গলায় শোনা গেল অন্য সুর। এদিন তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 8 ফেব্রুয়ারি এই সার্কিট বেঞ্চের উদ্বোধন করে গিয়েছিলেন। আজ এখানে আদালতের আইনি প্রক্রিয়ার সূচনা করা হল।”

এদিকে উত্তরবঙ্গের এই নয়া দা সার্কিট বেঞ্চের উদ্বোধনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এদিন একটি শুভেচ্ছা পত্র পাঠান। আর এই অনুষ্ঠানে সেই দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির শুভেচ্ছাপত্র পাঠ করে শোনান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার।

সব মিলিয়ে দীর্ঘদিন পর উত্তরবঙ্গ বাসীর স্বপ্নপূরণে কলকাতা হাইকোর্টের নয়া সার্কিট বেঞ্চের উদ্বোধনে জলপাইগুড়ির অনুষ্ঠানেও নাম না করে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে এ যেন রাজনীতির সুরই টেনে আনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!