এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুলিশের মদতে হামলা চালাচ্ছে তৃণমূল! বিজেপির বিস্ফোরক অভিযোগে রাজ্য-রাজনীতি উত্তাল!

পুলিশের মদতে হামলা চালাচ্ছে তৃণমূল! বিজেপির বিস্ফোরক অভিযোগে রাজ্য-রাজনীতি উত্তাল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই এবার রাজ্যে রাজনৈতিক হানাহানির ঘটনা ক্রমশ বেড়ে উঠছে। 2021 এর বিধানসভার মসনদ দখলের লড়াইকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি সংগঠন মজবুত করার দিকে নজর দিয়েছে বর্তমানে, কিন্তু তার মধ্যে দিয়েই যত্রতত্র রাজনৈতিক হানাহানির খবর উঠে আসছে বলে মনে করা হচ্ছে। ঠিক সেরকমই একটি ঘটনা ঘটে গেল পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার চক ইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের কুসমি গ্রামে।

শনিবার রাতে রাজনৈতিক হানাহানিতে এক বিজেপি কর্মীর মৃত্যু হয় কুসমি গ্রামে। এই রাজনৈতিক হত্যার ঘটনায় শাসক দল তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে রাজ্য বিজেপি শিবির। এমনকি পুলিশের বিরুদ্ধেও তাঁরা অভিযোগ জানিয়েছে নিষ্ক্রিয়তার। তবে পুলিশের হাতে অবশ্য এই ঘটনার জন্য দায়ী হিসাবে পাঁচজন ধরা পড়েছে বলে জানা গেছে। অন্যদিকে শনিবার নিহত বিজেপি কর্মীর বাড়িতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ যাবেন বলে জানিয়েছেন।

চক ইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের কুসমি গ্রামে রাজনৈতিক হানাহানির ঘটনার সূত্রপাত বুধবার রাত থেকে বলে জানা গেছে। বিজেপির দলীয় সূত্রের খবর, বুধবার রাতে সেখানে বিজেপির দলীয় কর্মসূচি ছিল। কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা বহুদিন ধরেই তাদের সেই কর্মসূচি বানচাল করতে উঠেপড়ে লাগে। কিন্তু বুধবার রাতে গেরুয়া শিবির দলীয় কর্মসূচীর আয়োজন সম্পন্ন করে এবং সেখানেই যোগ দান করেন মৃত বিজেপি কর্মী পবন জানা।

জানা গিয়েছে, অনুষ্ঠান শেষে যখন তিনি বাড়ি ফিরছিলেন তখন বেশ কয়েকজন দুষ্কৃতী যাদের বিজেপি কর্মীরা তৃণমূল বলে পরিচয় দিয়েছেন তাঁরা প্রকাশ্যে পবনকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। এ ঘটনায় পবন গুরুতর আহত হয় বলে জানা গেছে। তাঁর সাথে তৃণমূল ও বিজেপি দুদলেরই 6 জন করে মোট 12 জন আহত হন বলে খবর। এদের প্রত্যেককেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পবনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানে বৃহস্পতিবার দুপুরে পবনের মৃত্যু হয় বলে খবর। জানা গেছে, শনিবার তাঁর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে ময়নাতদন্তের পর এবং সেইদিনই পবন সিং এর পরিবারের সঙ্গে দেখা করতে যেতে পারেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে এই ঘটনার পর থেকেই পুলিশ এবং শাসকদলের বিরুদ্ধে ক্রমাগত ক্ষোভ উগড়ে চলেছে বিজেপি শিবির। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বৃহস্পতিবারেই তাঁরা দাঁতন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বলে জানা গেছে।

এই ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন স্থানীয় জেলা বিজেপি সভাপতি সমীর দাস। পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই একজন তৃণমূল কর্মী সহ মোট তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে রাজ্য বিজেপি শিবিরের অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত রাজ্যের শাসক দলের পক্ষ থেকে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি। এলাকা রীতিমতো থমথমে হয়ে আছে বলে খবর।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্যের বিরোধী দলগুলি প্রথম থেকেই অভিযোগ জানাচ্ছে এ রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি রীতিমতো ভেঙে পড়েছে। এবং এইভাবে যদি রাজনৈতিক হানাহানি ক্রমশ বেড়ে ওঠে রাজ্যে, তাহলে কিন্তু বিরোধীদের কথাকেই সত্য বলে ধরে নিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে রাজনৈতিক মহলেও এই হানাহানির ঘটনা নিয়ে ক্রমশঃ রাজনৈতিক সুর চড়ছে রাজ্যের বিরোধী দল বিজেপির। আপাতত এই ঘনার রেশ কোনদিকে গড়ায়, সেদিকে লক্ষ্য রাখবে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!