এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বারবার বললেও দুর্নীতি কমছে না তৃণমূল নেতাদের! বীতশ্রদ্ধ পিকে এবার হাত গুটিয়ে নিতে চান?

বারবার বললেও দুর্নীতি কমছে না তৃণমূল নেতাদের! বীতশ্রদ্ধ পিকে এবার হাত গুটিয়ে নিতে চান?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের খারাপ ফলাফলের প্রধান কারণ, দুর্নীতি এবং গোষ্ঠী কোন্দল। তবে লোকসভার ফলাফল প্রকাশ হতে না হতেই দলের ভাবমূর্তি মানুষের কাছে স্বচ্ছ করতে বিশিষ্ট নির্বাচনী রণনীতিকার প্রশান্ত কিশোরকে দলের দায়িত্ব দেয় তৃণমূল কংগ্রেস। আর দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তৃণমূলকে মানুষের কাছে সঠিক ভাবে উপস্থাপিত করতে উদ্যোগী হয় প্রশান্ত কিশোর। নানা বৈঠকে উপস্থিত থেকে কোনভাবেই আর দুর্নীতি করা যাবে না বলে নেতা-নেত্রীদের জনসংযোগের নির্দেশ দেন সেই প্রশান্ত কিশোর।

এমনকি গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করার ব্যাপারেও কড়া নির্দেশ দিতে দেখা যায় তাকে। যার ফলে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীর মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছনোয় তৃণমূলের ভাবমূর্তি অনেকটাই ভালো হয়ে গিয়েছিল বলে দাবি রাজনৈতিক মহলের। কিন্তু যত দিন যাচ্ছে, ততই ফের তৃণমূল নেতাদের দুর্নীতি প্রকাশ্যে আসতে শুরু করেছে। যা সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে সেই প্রশান্ত কিশোরকে। সূত্রের খবর, তৃণমূলের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে, পরিস্থিতি বেগতিক হয়ে যাওয়ায় এবার তৃণমূলের দায়িত্ব ছেড়ে দিতে চাইছেন প্রশান্ত কিশোর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নানা দুর্নীতির ঘটনা যেভাবে প্রকাশ্যে উঠে আসছে, তাতে এইরকম ভাবে চলতে থাকলে তার পক্ষে কাজ করা সম্ভব নয় বলে শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন তিনি বলে তীব্র গুঞ্জন। আর এই ঘটনা যদি সত্যি হয়, তাহলে চাপে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। একাংশের মতে, বিরোধীদের পক্ষ থেকে সিন্ডিকেট সহ ভয়াবহ দুর্যোগে ত্রানে ব্যাপক দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ঘটনা সামনে আসছে।

এই পরিস্থিতিতে সম্প্রতি ভিডিও কনফারেন্সের সকল নেতাদের ত্রাণ বিলিতে যাতে দুর্নীতি না হয়, তার জন্য কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বেশ কিছু ক্ষেত্রে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কড়া শাস্তি দিতেও দেখা যাচ্ছে তৃণমূল নেতৃত্বকে। আর এইসব ঘটনা দেখে রাজনৈতিক মহল বলছে, সত্যি সত্যিই হয়ত বা প্রশান্ত কিশোর তৃণমূলের দুর্নীতি দেখে দলের দায়িত্ব ছেড়ে দিতে চাইছেন। আর তাই পরিস্থিতিকে আয়ত্তে আনতে এবং প্রশান্ত কিশোরের মান ভাঙাতে এবার দলীয় স্তরে ব্যাবস্থা নিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

কিন্তু দলের তরফে অতীতে অনেক কড়া বার্তা দেওয়া হয়েছে এবং তারপরেও নেতাদের দুর্নীতি প্রকাশ্যে এসেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির অন্যতম কারণ – দলীয় নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণ নিয়ে মানুষের ক্ষোভ। আর তাই এবার প্রশান্ত কিশোর তৃণমূলকে সচেতন করলে তৃণমূলের তরফ থেকে সেই সমস্ত অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হলেও, আদৌ নিচুতলার নেতারা দুর্নীতি থেকে নিজেদের কতটা বিরত রাখেন, তার দিকেই এখন নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!