এখন পড়ছেন
হোম > রাজনীতি > প্রশাসনিক সভায় রোগা হওয়ার মন্ত্র বললেন মমতা , জেনে নিন !

প্রশাসনিক সভায় রোগা হওয়ার মন্ত্র বললেন মমতা , জেনে নিন !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তিনি অত্যন্ত স্বাস্থ্যসচেতন। প্রতিনিয়ত হাটাহাটি যেমন করেন, ঠিক তেমনই খাদ্যাভ্যাসের ব্যাপারেও নজর রয়েছে মুখ্যমন্ত্রীর। সহকর্মীদের অনেককেই মাঝেমধ্যেই স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হওয়ার পরামর্শ দেন তিনি। আর এবার পুরুলিয়া জেলার প্রশাসনিক সভায় কি কি খেলে রোগা হওয়া যাবে, সেই টোটকা বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন পুরুলিয়া জেলার প্রশাসনিক বৈঠকে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “মাটির সৃষ্টিতে যা যা উৎপাদন হয়, তা দেখেছেন এবং সেখান থেকে উচ্ছে কিনেছেন! উচ্ছে সেদ্ধ এবং ঢেরশ সেদ্ধ খাবেন। এটা জানেন তো, রোগা হতে সাহায্য করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। আমি গবেষক নই। দেখে শুনে যা জেনেছি।” স্বভাবতই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যে তার স্বাস্থ্যবান সহকর্মীদের অনেকটাই উজ্জীবিত করেছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!