এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > পূজোর মোরশুমে আবারো নীম্নচাপের ভ্রুকুটি ! নিম্নচাপে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস !

পূজোর মোরশুমে আবারো নীম্নচাপের ভ্রুকুটি ! নিম্নচাপে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পূজোর মোরশুমে আবারো চোখ রাঙাচ্ছে বাংলায় গভীর নিম্নচাপ , হাওয়া অফিস সূত্রের খবর আবারো  বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে ফলে রাজ্যের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গভীর বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে । জানা যাচ্ছে  এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি হতে পারে ।উত্তর পশ্চিম ও তত্‍সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের ফলে  পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী মঙ্গলবার থেকে ।

এছাড়া হাওয়া অফিস মারফত আরো জানা যাচ্ছে যে  উপকূলীয় অঞ্চলে  ৪৫ কিমি/ঘণ্টায় ঝোরো হাওয়া বইতে পারে ফলে  মত্‍স্যজীবীদের আগামী মঙ্গলবার মধ্যে ফিরে আসার বার্তা দিয়েছে হাওয়া অফিস সেই সাথে আগামী বুধ ও বৃহস্পতিবার সুমদ্র যাত্রায় নিষেধ জারি র‍য়েছে । স্বভাবতই পূজোর মোরশুম আসতেই বর্ষার শেষ মুহূর্তে এসেও গভীর নীম্নচাপের ফলে চিন্তার ভাঁজ পড়ছে বঙ্গবাসীর তা আর বলার অপেক্ষা রাখে না , তবে এখন দেখার বিষয় নীম্নচাপের ভ্রুকুটি থেকে কবে রেহাই পাওয়া যায় সেদিকে তাকিয়ে সকলে । 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!