এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুরনো কর্মীরা নয়, ত্রিপুরায় তৃণমূলের দায়িত্বে নবাগত নেতা! তুঙ্গে জল্পনা !

পুরনো কর্মীরা নয়, ত্রিপুরায় তৃণমূলের দায়িত্বে নবাগত নেতা! তুঙ্গে জল্পনা !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই প্রথম ত্রিপুরাতে বহু লড়াই দিয়ে শেষ পর্যন্ত একটি ওয়ার্ডে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। অনেক জায়গাতেই তারা দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসেছে। স্বাভাবিকভাবেই আগামী দিন যে ত্রিপুরা তৃণমূলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে ত্রিপুরাতে তৃণমূলকে এখন অনেকটাই শক্তি বৃদ্ধি করতে হবে। তাই সামনে থেকে লড়াই দেওয়ার মতো একজন সেনাপতি প্রয়োজন।

সেদিক থেকে কাকে তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় নেতৃত্ব প্রদানের জন্য ব্যবহার করবে, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে আজ তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে একটি ওয়ার্কিং কমিটির বৈঠকের ডাক দেওয়া হয়েছে। আর সেই বৈঠকেই এই ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যেখানে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যুক্ত হওয়া অশোক তানওয়ারকে ত্রিপুরায় সাংগঠনিক কাজে ব্যবহার করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ তৃনমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে একটি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকেই উপস্থিত থাকার কথা রয়েছে অশোক তানওয়ারের। বলা বাহুল্য, সম্প্রতি যখন দিল্লি সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হন প্রাক্তন এই কংগ্রেস নেতা। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে তাকে যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস কাজে লাগাবে, তা পরিস্কার হয়ে গিয়েছিল।

তবে এবার ত্রিপুরার ফলাফল প্রকাশ্যে আসার পরেই তৃণমূল নেতৃত্ব অশোক তানওয়ারের মত কংগ্রেস থেকে আসা নেতাকে সেখানকার সাংগঠনিক কাজে ব্যবহার করে দলকে ত্রিপুরায় চাঙ্গা করতে পারে বলেই মনে করছেন একাংশ। সেদিক থেকে ত্রিপুরায় এতদিন ধরে যে সমস্ত তৃণমূল কর্মীরা লড়াই দিয়েছিলেন, তারা কার্যত পিছনের সারিতে চলে যাবেন বলেই দাবি সমালোচক মহলের। যদিও বা শেষ পর্যন্ত এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!