এখন পড়ছেন
হোম > অন্যান্য > আশা জাগিয়েও সব শেষ! এক বঙ্গসন্তানের চওড়া ব্যাটই এবারের মত KKR-এর IPL স্বপ্ন শেষ করে দিল

আশা জাগিয়েও সব শেষ! এক বঙ্গসন্তানের চওড়া ব্যাটই এবারের মত KKR-এর IPL স্বপ্ন শেষ করে দিল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে সব উত্তেজনার অবসান করে এবারের আইপিএলে প্লে–অফে কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি হতে দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসকে। অন্যদিকে, এলিমিনেটরে থাকছে সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দ্বৈরথ। ফলত এবারের আইপিএলে যে কেকেআরের ভাগ্য নিয়ে জল্পনা চলছিল, তার অবসান হয়েছে।

এতদিন আইপিএলে কেকেআরকে প্লে ওফে নিয়ে যাওয়ার জন্য অনেক অঙ্ক কষা হয়েছে। তবে সব হিসেব গুলিয়ে দিয়েছে কালকের বঙ্গতনয়ের ব্যাটিং। যেখানে ঋদ্ধি ব্যাটিং করে এগিয়ে দিলেন হায়দ্রাবাদকে। সেখানে অন্যদিকে বঙ্গের ছেলের কাছেই হারতে হল ঘরের টিমকে।

এদিন টসের সময়ই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, রোহিত শর্মা চোট পেয়েছেন। যা শুনে সকলে কার্যত চনকেই যান। দিল্লির বড় ভরসা হিসেবে রোহিত অন্যতম। তবে মুম্বইয়ের হয়ে টস করতে নামেন তিনিই। যা দেখে অনেকেই অবাক হয়ে যান।

শুধু তাই নয়, অনেকে সেই নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে টুইট করেন। তবে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে দিল্লি। তবে ভাগ্য হয়ত এদিন অলক্ষ্যে শুরু থেকেই তাঁদের হারের কথাই লিখে দিয়েছিল। আর সেই জন্যই হয়ত খেলার শুরুতেই আউট হয়ে যান রোহিত শর্মা। ৪ রান করতে না করতেই সন্দীপ শর্মা আউট করেন তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে দলের হাল ধরতে মাঠে নামেন কুইন্টন ডি’‌কক–সূর্যকুমার যাদব। গতকাল ডি’‌কক ২৫ রানে আউট হওয়ার পর ইশান কিষান মাঠে নামেন। তিনি করেন ৩৩ রান। অন্যদিকে সূর্যকুমার যাদবের ঝুলিতে আসে ৩৬ রান। এরপর আর খেলা নিজেদের দখলে রাখতে পারেননি মুম্বাই যোদ্ধারা। তবে শেষে পোলার্ডের ৪১ রানে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান আসে মুম্বাইয়ের ঝুলিতে।

অন্যদিকে ব্যাট করতে নেমে আসাধারণ ব্যাটিং করেন দুই হায়দরাবাদ ওপেনার ঋদ্ধিমান সাহা এবং ডেভিড ওয়ার্নার। এদিন দু’‌জনের ব্যাটে ভর দিয়ে ১০ উইকেটে টুর্নামেন্টের অন্যতম সেরা দল মুম্বইকে পর্যদুস্ত করলো হায়দরাবাদ। তবে মুম্বই এদিন দলের দুই সেরা খেলোয়াড় জসপ্রীত বুমরাহ এবং বোল্টকে ছাড়াই মাঠে নেমেছিল। সেইসঙ্গে হার্দিক পাণ্ডিয়াও ছিলেন না।

আর তাই হয়ত এতটা সহজ হার মুম্বাইকে দেওয়া সম্ভব হয়েছে বলেই মনে করছেন অনেকে। তাই কালকের কিছুটা নিশ্চিন্ত হয়েই ব্যাট করেন ওয়ার্নার আর ঋদ্ধিমান। দু’‌জনেই এদিন অর্ধ–শতরান করেন। ওয়ার্নার ৫৮ বলে করেন অপরাজিত ৮৫ রান। তোলেন ১০টি চার ও একটি ছয় মারার ঝড়।

অন্যদিকে, ৪৫ বলে ৫৮ রান করেন অপরাজিত ঋদ্ধি। এদিন আর বুমরাহ আর বোল্ট ছাড়া মুম্বইয়ের কোনও বোলারই তেমন নজর কাড়তে পারেনি করো। ফলত মাত্র ১৭.‌১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় ১৫০ রানের লক্ষ্যমাত্রা পূরণ করে হায়দরাবাদ। আর সেই সঙ্গে কেকেআরের বহু প্রতীক্ষিত প্লে অফে পৌঁছনোর স্বপ্ন অধরাই থেকে গেল এই বছরের জন্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!