এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একুশের নির্বাচনে বেশিরভাগ আসনেই বদলে যাবে তৃণমূলের প্রার্থী পিছনে? পিছনে সেই টিম পিকে? জল্পনা দলেই

একুশের নির্বাচনে বেশিরভাগ আসনেই বদলে যাবে তৃণমূলের প্রার্থী পিছনে? পিছনে সেই টিম পিকে? জল্পনা দলেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে তৃনমূল থেকে বিজেপি। তবে তৃনমূল কংগ্রেস এবারের নির্বাচন নিয়ে যে অনেকটাই সচেতন, তা বলার অপেক্ষা রাখে না। দলে প্রশান্ত কিশোরের পরামর্শ মোতাবেক কাকে কোথায় দায়িত্ব দেওয়া হবে, কারা প্রার্থী হবেন, সমস্ত কিছু ঠিক করা হচ্ছে। দিনকে দিন বিজেপি যখন প্রভাব বাড়াতে শুরু করেছে, তখন কি তৃনমূল তাদের প্রার্থী তালিকায় বদল আনতে চলেছে?

তৃনমূলের অন্দরে চর্চা শুরু হয়েছে, এবারের প্রার্থী তালিকায় নতুন এবং পুরোনোদের সমন্বয় বজায় রাখা হবে। একাংশের মতে, এর পেছনে প্রশান্ত কিশোরের টিমের ভূমিকা রয়েছে। তারা বিভিন্ন বিধানসভায় সমীক্ষা করে বর্তমান বিধায়কদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ লক্ষ করেছে। তাই সেখানে নতুন মুখ আনা হতে পারে বলে তীব্র জল্পনা ছড়িয়ে পড়েছে তৃনমূলের অন্দরে।

একাংশ বলছেন, এবার তৃণমূলের প্রার্থী তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা একদিকে বিজেপির প্রভাব বাড়ছে এবং অন্যদিকে দলের কাউকে যদি প্রার্থী করা না হয়, তাহলে তারা ক্ষিপ্ত হয়ে বিরোধী শিবিরে নাম লাগাতে পারেন। তাই সেদিক থেকে অনেকটাই সচেতন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কিন্তু এমন কাউকে প্রার্থী করতে চাইছেন না প্রশান্ত কিশোর বা তৃণমূল শীর্ষ নেতৃত্ব। যার কারণে সেই অঞ্চলে ভরাডুবি হলে ফায়দা তুলে নিতে পারে ভারতীয় জনতা পার্টি।

আর সেই দিকে লক্ষ্য রেখেই এবার প্রশান্ত কিশোরের টিমের সমীক্ষা মতন তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু জায়গায় রদবদল হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। অনেকেরই প্রশ্ন, কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বৈঠকে দলের যারা বর্তমান বিধায়ক আছেন, তারা প্রত্যেকেই প্রার্থী হতে পারবেন বলে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু বর্তমানে বিজেপির প্রভাব বাড়ায় কিছুটা হলেও আতঙ্কিত তৃণমূল কংগ্রেস। তাই প্রতিটি বিধানসভায় যাতে জয় আসে, তার জন্য তৃণমূলের পক্ষ থেকে এই প্রার্থী তালিকায় কিছুটা বদল আনার কথা ভাবা হচ্ছে বলে দাবি করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলে কি সত্যি সত্যি দলের প্রার্থী তালিকায় বড়সড় বদল আসতে চলেছে? এদিন এই প্রসঙ্গে তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, “2001 সালের নির্বাচনে সিপিএমের রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস প্রার্থী তালিকায় ব্যাপক রদবদল ঘটিয়েছিলেন। তাই প্রার্থী বদল হলে জয়ের সম্ভাবনা কমে যায়, এটা কোনো স্বীকৃত সত্য নয়। বদলের দরকার হয় বাস্তব প্রয়োজনের ভিত্তিতে।” তবে পিকের সংস্থা কোনো সুপারিশ করলেই তা মেনে নেওয়া হবে, এমনটা নয়। দলনেত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও দাবি করেছেন এক তৃণমূল নেতা। এদিকে দলের প্রার্থী তালিকায় বদল নিয়ে বক্তব্য দিয়েছেন তৃনমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, “তৃণমূলে মনোনয়নের ক্ষেত্রে প্রথম ও শেষ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য কেউ নয়। তা নিয়ে বিধায়ক বা অন্য কারো উতলা হওয়ার কিছু নেই।” অর্থাৎ তৃণমূল শীর্ষ নেতৃত্ব একথা বলে দলের বর্তমান জনপ্রতিনিধিদের কিছুটা হলেও আশ্বস্ত করার চেষ্টা করলেন। কেননা এমত পরিস্থিতিতে যদি প্রার্থী তালিকায় কেউ জায়গা না পান, তাহলে তারা বিরোধী শিবিরে নাম লেখাতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। তাই সেই দিক যাতে না আসে, তার জন্যই তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এই রকম বার্তা দেওয়া হচ্ছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কেমন হয় তৃণমূলের প্রার্থী তালিকা, কতটা বদল আসে সেখানে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!