এখন পড়ছেন
হোম > জাতীয় > রেলমন্ত্রীর পদত্যাগের দাবি উঠতেই ব্যাটিং সুকান্তর, কি বললেন রাজ্য সভাপতি!

রেলমন্ত্রীর পদত্যাগের দাবি উঠতেই ব্যাটিং সুকান্তর, কি বললেন রাজ্য সভাপতি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ওড়িশার বালেশ্বর ভয়াবহ রেল দুর্ঘটনার পরেই বিরোধী দলগুলোর পক্ষ থেকে কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগের দাবি করা হচ্ছে। তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস, সকলেই গোটা ঘটনার জন্য রেলমন্ত্রীর পদত্যাগের দাবি তুলছেন। আর এই পরিস্থিতিতে সেই সমস্ত বিষয়কে উড়িয়ে দিয়ে পদত্যাগ কোনোদিন সমস্যার সমাধান হতে পারে না বলে পাল্টা যুক্তি দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তার দাবি, পদত্যাগের মধ্যে দিয়ে আসল সমস্যার সমাধান হয় না।

প্রসঙ্গত, এদিন এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “দেখুন, পদত্যাগ কোনোদিন সমস্যার সমাধান হতে পারে না। এটা অনেকদিন ধরেই ভারতবর্ষের রাজনীতিতে হয়ে আসছে যে, কিছু হলেই রেলমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে। কিন্তু এই পদত্যাগ হলে উন্নতিকরন এবং মূল সমস্যার সমাধান হয় না। এটা হলে হয়তো কিছুদিন মানুষকে শান্ত রাখা যায়। কিন্তু সমস্যা নিরসন করা সম্ভব হয় না। তাই আমার মনে হয়, পদত্যাগ সমস্যার সমাধান নয়।”

 

একাংশের মতে, ভয়াবহ রেল দুর্ঘটনার পর থেকেই রেলমন্ত্রীর পদত্যাগের দাবি তুলছে বিরোধীরা। কিছুটা হলেও ব্যাকফুটে পড়ে গিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে পদত্যাগ যে সমস্যার সমাধান নেয়, সেই ব্যাপারে যুক্তি দিয়ে কেন্দ্রের হয়ে ব্যাটিং করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!