এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “খুনি মমতা হায়, হায়” এগড়ায় ঢুকেই মুক্তকন্ঠে স্লোগান শুভেন্দুর!

“খুনি মমতা হায়, হায়” এগড়ায় ঢুকেই মুক্তকন্ঠে স্লোগান শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এগরায় বিস্ফোরণের পরেই শুভেন্দু অধিকারী বলেছিলেন, তিনি বুধবার ঘটনাস্থলে যাবেন। আর সেই মতোই সাত সকালে এগড়ায় পৌঁছে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা। যেখানে আহত এবং নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বললেন তিনি। তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছে রীতিমতো মুক্তকণ্ঠে স্লোগান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে “খুনি” বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। প্রশ্ন তুললেন পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও। আর শুভেন্দু অধিকারীর এই স্লোগানে সুর মেলাতে দেখা গেল ঘটনাস্থলে উপস্থিত প্রচুর মানুষকে।

প্রসঙ্গত, কিছুক্ষণ আগেই এগরায় পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর ঘটনাস্থলে গিয়েই পুলিশ সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান তোলেন তিনি। মুক্তকণ্ঠে স্লোগান দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “খুনি মমতা হায় হায়, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে, তোলাবাজ পুলিশ হায় হায়।” আর শুভেন্দু অধিকারী যখন এই স্লোগান দিচ্ছিলেন, তখন তার সঙ্গে সেই স্লোগানে সুর মেলাতে দেখা যায় উপস্থিত জনগণকে।

বিশেষজ্ঞদের মতে, শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে পৌঁছে রীতিমতো শাসকের বিরুদ্ধে সকলে যাতে আওয়াজ তুলতে পারেন, সেই ব্যাপারে অভয় দেওয়ার চেষ্টা করলেন। নিজেই সরাসরি পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তুলে বুঝিয়ে দিলেন, তৃণমূল সরকারের বিরুদ্ধে সকলকে প্রতিবাদ করতে হবে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই যে এই গোটা ঘটনায় তিনি আন্দোলন করবেন, সেকথাও স্পষ্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর এগরায় প্রবেশের সঙ্গে সঙ্গেই রাজ্যের বিরুদ্ধে স্লোগান, কটাক্ষে সরগরম হয়ে উঠলো এলাকা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!