এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে শাসক-বিরোধী তরজা। রাজ্যের শাসক দল তৃণমূল ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে নির্বাচনী লড়াই জমে উঠেছে। উভয় দলের নেতা-নেত্রীরা একে-অপরকে অভিযুক্ত করতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে গতকাল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় শাসকদল তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন। বাবুল সুপ্রিয় জানালেন যে, নীল সাদা রং করা হয়েছে আলিপুর সংশোধনাগারে, যা পরবর্তীকালে তৃণমূলের পার্টি অফিস হতে চলেছে।

শাসকদল তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ মূলক কর্মসূচি হিসেবে বিজেপি আর নয় অন্যায় কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল পশ্চিম বর্ধমানের অন্ডালে এই কর্মসূচিতে যোগদান করেছিলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। গতকাল
আর নয় অন্যায় কর্মসূচির সভাস্থলে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ ও অভিযুক্ত করলেন বাবুল সুপ্রিয়। একাধিক বিষয় নিয়ে রাজ্যসরকারকে অভিযুক্ত করলেন তিনি। এর সঙ্গেই গরু পাচার, কয়লা পাচার কাণ্ড নিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র ভাবে অভিযুক্ত করলেন তিনি।

বিজেপি সংসদ বাবুল সুপ্রিয় অভিযোগ করেছেন যে, গত ১০ বছর ধরে তৃণমূল সরকারের আমলে আসানসোলের কোনো উন্নয়ন হয়নি। তিনি অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় বহু প্রকল্পের কাজ এখানে করতে দেয়নি শাসকদল তৃণমূল। তিনি জানালেন, আসানসোলের উন্নতি না হলেও, তৃণমূল নেতাদের জীবনযাপনে যথেষ্ট উন্নতি ঘটেছে। তিনি অভিযোগ করেছেন যে, এসব কথা বলতে গেলেই তৃণমূল থেকে বারবার বলা হচ্ছে যে, তাঁরা মিথ্যা অভিযোগ করেছেন। এরপর বাবুল সুপ্রিয় প্রশংসা করলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জিতেন্দ্র তিওয়ারি সম্পর্কে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানালেন যে, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি দেরি করে হলেও এই বিষয়গুলি স্বীকার করেছেন। যা দেখে তিনি আনন্দিত হয়েছেন। তিনি জানালেন আসানসোলের মেয়রের মন্তব্য আসানসোলের অনুন্নয়নের কথা বারবার প্রমাণ করেছে। এরপর এবং শাসক দল তৃণমূলের বিভিন্ন নেতা বিভিন্ন রকম দুর্নীতিমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন বলে তিনি অভিযোগ করেন।

বাবুল সুপ্রিয় জানালেন যে, এটা এখন সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে যে, গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল আর কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত লালার সঙ্গে ভাইপোর যোগাযোগ করিয়ে দিতেন বিনয় মিশ্র। তিনি অভিযোগ করেছেন, বিনয় মিশ্র ভাইপোর জন্য তোলাবাজির কাজও করতেন। এরপর তিনি জানালেন যে, আলিপুর সংশোধনাগারকে যথেষ্ট শখ করে নীল, সাদা রঙে ভরিয়ে দিয়েছে রাজ্য সরকার। বিধানসভা নির্বাচনের পর এই সংশোধনাগারই হবে শাসকদল তৃণমূলের পার্টি অফিস। এখানেই থাকবেন তৃণমূলের লোকেরা।

এভাবেই গতকাল রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। যতই এগিয়ে আসছে আগামী বিধানসভা নির্বাচন, ততই বাড়ছে রাজ্যে শাসক-বিরোধী তরজা। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক সংঘর্ষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!