এখন পড়ছেন
হোম > অন্যান্য > নতুন বছরের প্রথম দিনে রাজ্যে এবং দেশের দৈনিক কোভিড রিপোর্ট কি বলছে, দেখে নিন একনজরে

নতুন বছরের প্রথম দিনে রাজ্যে এবং দেশের দৈনিক কোভিড রিপোর্ট কি বলছে, দেখে নিন একনজরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশ্বের বিভিন্ন দেশের করোনা পরিস্থিতির অবনতি হয়েছে বর্তমান সময়। তার সাথেই রয়েছে কোরোনার নতুন স্ট্রেনের আতঙ্ক। ইতিমধ্যেই কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে করোনার নতুন স্ট্রেনের খোজ পাওয়া গেছে। ব্রিটেনে সবচেয়ে বেশি থাবা বসিয়েছে এই নতুন ধারার কোরোনা। তবে আমাদের দেশের কোরোনার গ্রাফ বেশ কিছদিন ধরেই নিম্নমুখী। সঙ্গে ভ্যাকসিন নিয়ে আশার বাণী শোনা যাচ্ছে। আসুন দেখেনি কেমন রয়েছে কোরোনা পরিস্থিতি গত ২৪ ঘণ্টায়।

দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় কোরোনা আক্রান্ত হয়েছে ২০০৩৫ জন, কালকের তুলনায় সংখ্যাটা কিছুটা কমেছে। কাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০৮২২। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৩১৮১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫৬ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২,৫৪,২৫৪। গত ২৪ ঘণ্টায় মোট ১০,৬২,৪২০ সংখ্যক নমুনা পরীক্ষা হয়েছে।

রাজ্যগুলির মধ্যে দৈনিক কোরোনা সংক্রমণের দিকে শীর্ষে রয়েছে কেরালা, সেখানে গত ২৪ ঘণ্টায় ৫২১৫ জন কোরোনা আক্রান্ত হয়েছে, এর পর রয়েছে মহারাষ্ট্র, সেখানে ৩৫০৯ জন নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত ২৪ ঘণ্টায়, এই রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে ১১৭০ জন, যা গতকালের তুলনায় ৮ কম। মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৫২,০৬৩। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোরোনা মুক্ত হয়েছেন ১৫৩৭ জন। নতুন করে ২৯ জন প্রাণ হারিয়েছেন কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১১৯৮৫ জন। রাজ্যের সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.০৭%। গত ২৪ ঘণ্টায় ৪০,২৫৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের বুলেটিনে।

রাজ্যে দৈনিক সংক্রমণ এর দিক থেকে এখনও শীর্ষে আছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় ২৯২ জন নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে কলকাতায়। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনার নাম, সেখানে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে ২৯০ জন। বাকি সমস্ত জেলায় দৈনিক কোরোনা আক্রান্তের সংখ্যা রয়েছে ১০০ এর কম। সক্রিয় কোরোনা আক্রান্ত এর সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে কলকাতার নাম। দৈনিক মৃত্যুতে শীর্ষে উঠে এসেছে উত্তর ২৪ পরগনার নাম, সেখানে গত ২৪ ঘণ্টায় ৮ জন প্রাণ হারিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!