এখন পড়ছেন
হোম > রাজ্য > রেমালে তান্ডবে বিপর্যস্ত রাজ্য, তড়িঘড়ি রিপোর্ট নিলেন মমতা! বড় নির্দেশ নবান্নের!

রেমালে তান্ডবে বিপর্যস্ত রাজ্য, তড়িঘড়ি রিপোর্ট নিলেন মমতা! বড় নির্দেশ নবান্নের!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল আছড়ে পড়েছে ভয়ংকর দুর্যোগ ঘূর্ণিঝড় রেমাল। যার ফলে এখনও পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলো স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি। অনেক জায়গায় বিদ্যুৎ নেই, অনেক জায়গায় জল জমতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে রেমালের পরবর্তী পরিস্থিতি নিয়ে ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নবান্নের তরফে মুখ্য সচিবের পক্ষ থেকে একেবারে ব্লক ধরে ধরে কত ক্ষয়ক্ষতি হয়েছে, তার তালিকা চেয়ে পাঠানো হয়েছে।

সূত্রের খবর, এদিন রেমালের দাপটে রাজ্যজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর তার পরিপ্রেক্ষিতেই আজ সকালে মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এখনও পর্যন্ত গোটা রাজ্যজুড়ে এই ভয়ংকর ঘূর্ণিঝড়ের ফলে প্রায় ১২০০ বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে। তবে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবন ব্লকে। স্বাভাবিকভাবেই পরিস্থিতিকে দ্রুত স্বাভাবিক করতে কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে নবান্নে পক্ষ থেকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!