বাংলায় শেষ দফার ভোটযুদ্ধ – সকাল ৯ টা পর্যন্ত কোন কেন্দ্রে কত ভোট? দেখে নিন একনজরে কলকাতা নদীয়া-২৪ পরগনা বিশেষ খবর রাজ্য May 19, 2019 আজ সারা দেশের সঙ্গে বাংলাতেও শেষ হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোট হচ্ছে কলকাতা ও সংলগ্ন ৯ হেভিওয়েট কেন্দ্রে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সায়ন্তন বসু, শমীক ভট্টাচার্য, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, ফুয়াদ হালিম, অনুপম হাজরা সহ একঝাঁক হেভিওয়েটের ভাগ্যপরীক্ষা আজ। একইসঙ্গে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন – যেখানে ভাগ্যপরীক্ষা হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী, মদন মিত্র বা অর্জুন সিংয়ের পুত্র পবন সিংয়ের মত হেভিওয়েটদের। আর তাই, একনজরে দেখে নিন শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলার ৯ টি কেন্দ্রের কোথায় কত শতাংশ ভোট পড়ল তার বিস্তারিত বিবরণ – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ১. দমদম – ১৬.৫৭% ২. বারাসত – ১৪.৭৮% ৩. বসিরহাট – ১৫.৬৭% ৪. জয়নগর – ১১.৪৩% ৫. মথুরাপুর – ১৫.৬৮% ৬. ডায়মন্ড-হারবার – ১৩.৩২% ৭. যাদবপুর – ১৭.১১% ৮. কলকাতা-দক্ষিণ – ১১.৯২% ৯. কলকাতা-উত্তর – ১১.০৮% আপনার মতামত জানান -