এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভাঙ্গনে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ডেকে পাঠালেন জেলাশাসককে

ভাঙ্গনে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ডেকে পাঠালেন জেলাশাসককে

তিন বছর পর সাগরে পা পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই সময় তাঁর পাহাড়ে যাওয়ার কথা থাকলেও সূত্রের খবর গোয়েন্দাদের রিপোর্টের ভিত্তিতে নিরাপত্তাজনিত কারণে তা বাতিল হয়ে যায়। আর তাই মুখ্যমন্ত্রী এই সময়টাকে সাগর-মেলা পরিদর্শনের জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নেন। বলায় বাহুল্য তিন বছর পরে সাগরে পা পড়তেই উচ্ছাস দেখা যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গতকাল মুখ্যমন্ত্রী সাগর পরিদর্শনের সময় ঘোড়ামারা দ্বীপের পাশ দিয়ে যাওয়ার সময় সেখানকার স্থানীয় জনগণ হাত তুলে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন এবং হাত নেড়ে তাঁদের সমস্যার কথা বোঝানোর চেষ্টা করেন। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী খোঁজ নিয়ে দেখেন প্রায় ৫ হাজার মানুষ বসবাসকারী ঘোড়ামারা দ্বীপ প্রবল ভাঙ্গনের মুখে পড়েছে, যা শুনে রীতিমত উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে তিনি পাঠিয়ে ছিলেন ওই দ্বীপের পরিস্থিতি বিশদে বোঝার জন্য, যার উপর ভিত্তি করে তিনি আগামীদিনে পরিকল্পনা নির্ধারণ করবেন সেখানকার স্থানীয় বাসিন্দাদের সুরক্ষার জন্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!