এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্ণাটক বিজয়ের পর বিজেপির সাথে দেশের কত শতাংশ জনসমর্থন – একনজরে দেখে নিন

কর্ণাটক বিজয়ের পর বিজেপির সাথে দেশের কত শতাংশ জনসমর্থন – একনজরে দেখে নিন


দক্ষিণের অন্যতম গুরুত্ত্বপূর্ন রাজ্য কর্ণাটক আজ কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিতেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের হাতে রেকর্ড সংখ্যক দেশের ২১ টি রাজ্যের শাসনভার চলে এল। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন রাজ্যে এখন গেরুয়া রাজত্ব চলছে এবং তার ফলে বিজেপির সাথে দেশের মোট কত শতাংশ জনসমর্থন হল –

১. উত্তর প্রদেশ – ১৬.৫০%
২. মহারাষ্ট্র – ৯.২৮%
৩. বিহার – ৮.৬০%
৪. মধ্য প্রদেশ – ৬.০০%
৫. রাজস্থান – ৫.৬০%
৬. কর্ণাটক – ৫.০৫%
৭. গুজরাট – ৫.০০%
৮. ঝাড়খন্ড – ২.৭০%
৯. আসাম – ২.৬০%
১০. ছত্তিশগড় – ২.১০%
১১. হরিয়ানা – ২.০৯%
১২. জম্মু ও কাশ্মীর – ১.০৪%
১৩. উত্তরাখন্ড – ০.৮৪%
১৪. হিমাচল প্রদেশ – ০.৫৭
১৫. ত্রিপুরা – ০.৩০%
১৬. মেঘালয় – ০.২৪%
১৭. মনিপুর – ০.২২%
১৮. নাগাল্যান্ড – ০.১৬%
১৯. গোয়া – ০.১২%
২০. অরুণাচল প্রদেশ – ০.১১%
২১. সিকিম – ০.০৫%

সর্ব মোট – ৬৯.১৪%

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!