এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > উন্নয়ন তথ্য তুলে ধরে মুখ ফিরিয়ে নেওয়া ভোটব্যাঙ্ককে মুখ্যমন্ত্রীর পাশে থাকার অনুরোধ

উন্নয়ন তথ্য তুলে ধরে মুখ ফিরিয়ে নেওয়া ভোটব্যাঙ্ককে মুখ্যমন্ত্রীর পাশে থাকার অনুরোধ

সদ্য পঞ্চায়েতে ফলাফলে জঙ্গলমহলের মানুষের রায় শাসকের অনুকুলে না থাকায় চিন্তা বেড়েছিল সেখানকার তৃণমূল নেতাদের মধ্যে। আর শনিবার সেই পুরোনো ভোটব্যাঙ্ককে চাঙ্গা করতেই ঝাড়গ্রাম জেলার সাকরাইলের হুল দিবসের সভামঞ্চকেই বেছে নিলেন দাপুটে তৃণমূল নেতা তথা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক চূড়ামনি মাহাতো, দুলাল মুর্মু, দীনেন রায় সহ বিশিষ্টরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাওতালি ভাষাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্বীকৃতি দিয়েছে সে কথা তুলে ধরেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে এখানকার মানুষের কাছে তৃনমূলের গ্রহনযোগ্যতা তুলে ধরার চেষ্টা করেন তিনি।

em>আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এমনকি তিরন্দাজ মল্লিকা সোরেনের পাশে যে রাজ্য সরকার অর্থনৈতিকভাবে দাঁড়িয়েছে সে কথাও বলেন তিনি। সারা দেশে বিজেপি যে বিভাজনের রাজনীতি সৃষ্টি করেছে সে সম্পর্কে শুভেন্দু অধিকারী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জন্য কাজ করেছেন। তাই বিভাজনের রাজনীতি থেকে দূরে সরে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের পাশে থাকুন।” অন্যদিকে এদিনই ঝাড়গ্রামেরই কেচোন্দায় এক সভা থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ” এখন থেকেই বিজেপির বিরুদ্ধে তৈরি থাকতে হবে। বাংলার সরকার সবসময় আদিবাসীদের পাশে রয়েছে।” আবার পুরুলিয়ার ভিক্টোরিয়া স্কুল ময়দানে হুল দিবসের অনুষ্টানে উপস্থিত হয়ে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও সরকারের আদিবাসী উন্নয়নের কথা তুলে ধরেন। সব মিলিয়ে জঙ্গলমহলে বিজেপির বাড়বাড়ন্ত ঠেকাতে হুল দিবসের অনুষ্ঠানকে বেছে নিয়ে নিজেদের পুরোনো ভোটব্যাঙ্ক ফের সক্রিয় করতে তৎপর তৃনমূলের পার্থ-শুভেন্দু-চন্দ্রিমা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!