সাহায্য করছে না কেন্দ্র, চাষীদের বিকল্পের পরামর্শ শাসকদলের বিশেষ খবর রাজ্য January 7, 2018 গতকাল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের একঝাঁক শীর্ষ নেতার উপস্থিতিতে কোচবিহার-২ ব্লকের মধুপুরে জেলা কিষাণ খেত মজুর তৃণমূল কংগ্রেস কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহারের সংসদ সদস্য পার্থপ্রতিম রায় এবং সংগঠনের রাজ্য সভাপতি বেচারাম মান্না। উপস্থিত সকলেই কেন্দ্রের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। বেচারামবাবু কেন্দ্রের প্রতি ক্ষোভ উগরে দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের ঋণ মুকুব না করে শিল্পপতিদের ঋণ মুকুব করছে। কৃষিক্ষেত্র থেকে ভর্তুকি তুলে নিচ্ছে, সারের দাম বৃদ্ধি করছে। অন্যদিকে রবীন্দ্রনাথবাবু কৃষকদের আলুর বিকল্প চাষের পরামর্শ দেন। আপনার মতামত জানান -