এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে চেয়েছে সোশ্যাল মিডিয়া, তীব্র অস্বস্তিতে শাসকদল

কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে চেয়েছে সোশ্যাল মিডিয়া, তীব্র অস্বস্তিতে শাসকদল

প্রথমে পৌরসভার চেয়ারম্যান ও পরে দুই কাউন্সিলরের দুর্নিতীর বিরুদ্ধে লেখা এক চিঠিতে ভোটের আগে প্রবল সমস্যায় দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভা। বেশ কদিন আগেই তৃনমূল কংগ্রেসের পুরবোর্ডের চেয়ারম্যান রাজেন শীলের বিরুদ্ধে একটি চিঠি সিবিআইয়ের দপ্তরে জমা দেওয়া হয় বলে খবর। আর তার কদিন পরেই পুরসভারই দুই কাউন্সিলরের দুর্নিতীর সমস্ত ঘটনা লিখে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানোয় চাপ বাড়ছে শহর বালুরঘাট তৃনমূলের অন্দরে। তবে ঠিক কারা এই ঘটনার সাথে যুক্ত তাদের খুজে বের করার আবেদন জানিয়ে পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন চেয়ারম্যান সহ দুই কাউন্সিলর। তবে এ প্রসঙ্গে দক্ষিন দিনাজপুর জেলা তৃনমূল সভাপতি বিপ্লব মিত্র বলেন, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সহ দুই কাউন্সিলরের বিরুদ্ধে যে চিঠি ভাইরাল হয়েছে তা এককথায় রাজনৈতিক ষড়যন্ত্র।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিকে 8 নং ওয়ার্ডের কাউন্সিলর শঙ্কর দত্ত এ ব্যাপারে তাঁকে চক্রান্ত করে ফাঁসানো এবং তৃনমূল পরিচালিত পুরবোর্ডের বদনামের অভিযোগ তুলেছেন। সূত্রের খবর, দুই কাউন্সিলরের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো এই চিঠিতে ঠিকানা হিসাবে পতিরাম এলাকার কথা উল্লেখ করা হয়েছে। আর এতেই একের পর এক কাউন্সিলরদের বিরুদ্ধে দুর্নিতীর চিঠি সামনে আসায় এবারের পুরভোটে অনেকে টিকিট না পাওয়ার আশঙ্কায় ভুগতে শুরু করেছেন। রাজনৈতিক মহলের মতে, নাটকের শহর বালুরঘাটে পুরসভার কাউন্সিলরদের দুর্নীতির কথা যেভাবে জনমানসের সামনে উঠে আসছে তাতে পুরসভা ভোটের আগে বালুরঘাটের শহর তৃনমূল কি করে তাতে প্রলেপ দেয়, সেদিকেই তাকিয়ে শহরবাসী। কেননা এমনিতেই বালুরঘাটে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে শাসকদল কিছুটা ব্যাকফুটে, তার উপরে গেরুয়া শিবিরও ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে। সবথেকে বড় কথা লোকসভা নির্বাচনের আগে সেপ্টেম্বর-নভেম্বর মাসে রাজ্যের ১৭ টি পুরভোটই আদতে রাজ্যের শেষ বড় নির্বাচন, সেখানে কোনো কারণে খারাপ ফল হলে তার প্রভাব লোকসভা পড়তে বাধ্য। আর তাই সব মিলিয়ে চাপের ফাঁস ক্রমশ চেপে বসছে শাসকদলের উপরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!