এখন পড়ছেন
হোম > অন্যান্য > লকডাউনে শিশু – কিশোর মনে তীব্র প্রভাব পড়ছে! কিভাবে এই কঠিন সময়ে ওদের স্বাভাবিক রাখবেন?

লকডাউনে শিশু – কিশোর মনে তীব্র প্রভাব পড়ছে! কিভাবে এই কঠিন সময়ে ওদের স্বাভাবিক রাখবেন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গৃহবন্দী অবস্থায় সকলের জীবনে এখন হাঁসফাঁস। কবে বাড়ি থেকে বেরোবো, কবেই বা একটু সিনেমা দেখবো কি রেস্টুরেন্টে খাবো। তাও দিনের যেটুকু বাড়ির কাজ আছে তাতেই কেটে যাচ্ছে কিছুটা সময়। অনলাইন স্কুলিং এর মাধ্যমে চলছে পড়াশুনো। তবে আপনার সন্তান কি এসবের মধ্যে সঠিকভাবে মানিয়ে নিতে পারছে?

মনোবৈজ্ঞানিক পিয়াঁজে এর মতে, শিশুদের মনোগত বিকাশে ৪টি স্তর লক্ষ্য করা যায়। যেভাবে শিশুটির বয়েস বাড়ে তার বোধ ও সেভাবেই তৈরি হতে থাকে। করোনা আবহ কিভাবে বুঝছে আপনার সন্তান? এই সময় কিভাবেই বা যত্ন নেবেন ছোট সদস্যটি এর মনের আসুন জেনে দেখি।

শিশু যখন সবে বুঝতে শুরু করে, তখন তার বয়স হয় আনুমানিক ৩ থেকে ৫ বছর। অচেনা জগতে আসলে জীবন টা যে কি সেটাই তাদের কাছে বিশ্বয়। তাই আপনার সন্তানের বয়েস যদি হয় ৩ থেকে ৫ বছর সেক্ষেত্রে আপনাকে তাকে সময় দিতে হবে অনেকটা বেশি। তার সঙ্গে খেলা করুন বা গল্পের বই পড়ুন। অযথা করোনা নিয়ে ভয় দেখবেন না। এর ফলে প্রাক্টিক্যালি না বুঝে ওদের মনে চিরস্থায়ী একটা ভীতি তৈরী হতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর একটু বড় বয়সের বাচ্চাদের ক্ষেত্রে সমাজ সম্পর্কে একটা ধারণা তৈরি হতে শুরু করে। স্কুলে পড়ার সঙ্গে সঙ্গে নিজের পরিচিতি বা সত্তা বিষয়ে ধারণা তৈরি হয়। গড়ে ওঠে বন্ধু জগৎ। তাই অনলাইন ক্লাসের বাইরে ওদের পছন্দের কাজে সবসময় বাঁধা দেবেন না। ঘরের কাজে আপনাকে সাহায্য করতেও বলতে পারেন। কিম্বা পাশের বাড়ির দাদু দিদার সঙ্গে কথা বলতে বরণ করবেন না।

১২ থেকে ১৮ বছরের মধ্যে ছোটোদের শরীর ও মনের অনেক পরিবর্তন হয়। তাই এদের খুব সাবধানে সামলাতে হয়। অত্যন্ত অনুভূতি প্রবণতা এই বয়েসের লক্ষণ। তাই কিছু করতে চাইলে চট করে বাঁধা না দিয়ে, সাবধানতা অবলম্বন করে সেটি করা যায় কিনা দেখুন। নাহলে বুঝিয়ে বলতে পারেন।

আপনার সন্তান আপনার কাছে চিরকালই ছোট থাকবে। কিন্তু তার মধ্যেও যে একটা আলাদা সত্তা আছে বা বয়েসের সঙ্গে সঙ্গে তার মধ্যেও যে একটা স্বাধীনতা বোধ তৈরী হচ্ছে, তা ভুলে গেলে চলবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!