এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শেষ পর্যন্ত ধর্না তুলতে বাধ্য হলো তৃণমূল! নাটক শেষ, চরম কটাক্ষ বিজেপির!

শেষ পর্যন্ত ধর্না তুলতে বাধ্য হলো তৃণমূল! নাটক শেষ, চরম কটাক্ষ বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তৃণমূল সত্যিই কোনো রাজনৈতিক দল নয়। এরা দিনে রাতে নির্বাচন কমিশনকে আক্রমণ করে, আবার কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সোচ্চার হয়ে সেই কমিশনের দ্বারস্থ হয়। তবে সব তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ নয়। সবাই তো তাদের অন্যায় আবদার মেনে নেবে না। সেই কারণে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে হট্টগোল করার সময় তৃণমূলকে সেখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে। আর তারপর থেকেই আনন্দ মার্গ থানার ভেতরে তৃণমূলের নাটক শুরু হয়। তারা সেখানে বিক্ষোভ অবস্থান করতে শুরু করেন। কিন্তু শেষ পর্যন্ত আজ নিজেদের ধর্না তুলে নিল তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত, গতকাল রাত থেকেই তৃণমূল নতুন নাটক শুরু করে দিল্লির মাটিতে। নির্বাচন কমিশনের দফতরের সামনে যখন তারা অন্যায় ভাবে আন্দোলন করার চেষ্টা করে, তখন সেখান থেকে তাদের পুলিশ গ্রেফতার করে নেয়। পরবর্তীতে আনন্দ মার্গ ভেতরেই তৃণমূল তাদের বিক্ষোভ শুরু করে দেয়। কিন্তু শেষ পর্যন্ত যখন আজ তারা এই নাটক বন্ধ করে, তখন তাদের এই কর্মসূচিকে তুলোধোনা করতে শুরু করেছে বিজেপি। তাদের দাবি, সব তো আর পশ্চিমবঙ্গ নয় যে, যা খুশি তাই করা যাবে। তাই দিল্লী পুলিশ যে ট্রিটমেন্ট তৃণমূলের সঙ্গে করেছে, তা একদম ঠিক করেছে। কিন্তু তারপরেও তৃণমূল সেখানে নাটক করতে শুরু করেছিল। তবে বেশিক্ষণ তাদের এই নাটক দেশের মানুষ উপভোগ করেনি জন্যই সেখান থেকে ধর্না তুলতে বাধ্য হয়েছে পশ্চিমবঙ্গের এই ফ্যাসিস্ট শাসক দল বলেই দাবি গেরুয়া শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!