এখন পড়ছেন
হোম > জাতীয় > শুধু মহারাষ্ট্র নয়, এবার বিজেপি শাসিত এই রাজ্যেও সরকার ফেলার তোড়জোড় শুরু শিবসেনার!

শুধু মহারাষ্ট্র নয়, এবার বিজেপি শাসিত এই রাজ্যেও সরকার ফেলার তোড়জোড় শুরু শিবসেনার!


মহারাষ্ট্রের পরে এবার কি গোয়ায় রক্তচাপ বাড়তে চলেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের? সম্প্রতি কয়েক দিন আগে দেখা গেছে, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। সেখানে সহযোগী শিবসেনার সঙ্গে ফিফটি ফিফটি সূত্রে রফা না হওয়ার কারণে কার্যত বিজেপিকে চ্যালেঞ্জটা জানিয়ে এনসিপি, কংগ্রেস এবং শিবসেনা জোটবদ্ধভাবে সরকার গঠন করেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন উদ্ধব ঠাকরে।

তবে সম্প্রতি শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের কথায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির মধ্যে। মহারাষ্ট্রে ধাক্কা সামলানোর সাথে সাথেই গোয়া নতুন করে চিন্তা বাড়াতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টির। গত শুক্রবার শিবসেনা সাংসদ এবং মুখপাত্র সঞ্জয় রাউত সাংবাদিকদেরকে জানিয়েছেন, মহারাষ্ট্রের পর এবার রাজনৈতিক ভূমিকম্প হবে গোয়াতে। আর এই ভূমিকম্পের মধ্য দিয়েই বিজেপি শাসিত গোয়া হাতছাড়া হবে পদ্মফুল শিবিরের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সঞ্জয় রাউত যে ফাঁকা বুলি আওড়াচ্ছে না, তার উপযুক্ত প্রমাণ পাওয়া গেছে শুক্রবার দিন সকালে। এদিন গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই এবং তার দলের তিন বিধায়ক রীতিমতো বৈঠক করেছেন সঞ্জয় রাউতের সঙ্গে। আর এরপরই রাজনৈতিক মহলের মনে প্রশ্ন উঠতে শুরু হয়েছে, মহারাষ্ট্রের পরে এবার কি গোয়া দখল করতে চলেছে শিবসেনা? এই বিষয়ে বলতে গিয়ে সঞ্জয় রাউত আরও বলেন, “কমপক্ষে 4 জন বিধায়ক, গোয়া ফরোয়ার্ড পার্টির বিজয় সরদেশাই সহকারে অন্য বিধায়করা যোগাযোগ রাখছে শিবসেনার সঙ্গে।”

তিনি আরও জানিয়েছেন, “আমি মহারাষ্ট্র গোমন্তক পার্টির প্রধান সুধীন দাভলিকরের সঙ্গে কথা বলেছি। এছাড়াও আরও কয়েকজন বিধায়ক যারা গোয়া সরকারকে সমর্থন করেছে, তারাও যোগাযোগ রাখছে। গোয়াতে অনৈতিকভাবে সরকার তৈরি হয়েছে। তাই আমরা চেষ্টা করছি বিভিন্ন দলকে সঙ্গে নিয়ে অভিযোগ গঠন করে সরকার গঠন করার। তারপর প্রমোদ সাওয়ান্তের অনৈতিক সরকারকে টেনে নামানো হবে।”

এদিকে সঞ্জয় রাউতের সমস্ত কথাকে সমর্থন করেছেন গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মহারাষ্ট্রের পরে গোয়াতে যদি ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয় শিবসেনা, তাহলে আগামীদিনে বিজেপির রাজনৈতিক শক্তি নিয়ে প্রশ্ন উঠে যাবে। এখন শেষ পর্যন্ত সঞ্জয় রাউত তার দাবিতে সঠিক বলে প্রমাণিত হয়, নাকি ভারতীয় জনতা পার্টি নিজের ক্ষমতা রক্ষা করতে সক্ষম হয়!‌ এখন সেদিকেই তাকিয়ে থাকবে বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!