এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > অদ্ভূতভাবে বন্ধ হয়ে যাচ্ছে তৃনমূলের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট, বিজেপির ষড়যন্ত্র দেখছেন খোদ তৃনমূল নেত্রী

অদ্ভূতভাবে বন্ধ হয়ে যাচ্ছে তৃনমূলের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট, বিজেপির ষড়যন্ত্র দেখছেন খোদ তৃনমূল নেত্রী

দেশজুড়ে বিজেপিকে সরাতে পথে নেমে আন্দোলন করার পাশাপাশি সোশাল মিডিয়াতেও দলীয় কর্মীদের সোচ্চার হওয়ার নির্দেশ দিয়েছেন খোদ তৃনমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সোশাল মিডিয়াতেও আঘাত হানার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

সূত্রের খবর, রাজনৈতিক প্রচার চালানো এবং বিভিন্ন কর্মীদের সাথে যোগাযোগ রাখতে টিএমসিএস এবং টিসিসিএফ নামে দুটি গ্রুপ রয়েছে শাসকদল তৃনমূল কংগ্রেসের। যেখানে মোট সাড়ে চার লক্ষের মত সদস্য আছেন। কিন্তু হঠাৎই গতকাল রাত থেকেই কাজ করা বন্ধ করে দেয় তৃনমূলের সেই ফেসবুক গ্রুপটি। আর এরপরই তড়িঘড়ি দলের শীর্ষনেতৃত্বের কাছে সেই খবর পৌছোতেই দিল্লিতে ফেসবুক হেড কোয়াটারে যোগাযোগ করা হয়। সেখান থেকে দুপুর দুটোর পর এই গ্রুপটি রিস্টোর করা হবে বলে জানানো হয়। কিন্তু দুপুর দুটো বাজার পর আদৌ তৃনমূলের এই ফেসবুক গ্রুপটি স্বাভাবিক হয় কি না সেদিকে তাকিয়ে অনেকে। এদিকে ফেসবুক সমস্যা নিয়ে যখন জেরবার তৃনমূল কংগ্রেস ঠিক তখনই তাঁদের সমস্যাকে বাড়িয়ে এদিন সকালে বন্ধ হয়ে যায় দলের একটি হোয়াটস অ্যাপ গ্রুপও।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সূত্রের খবর, সকালে তৃনমূলের কর্মীকে সেই গ্রুপে ম্যাসেজ পাঠানোর সময় দেখেন যে ম্যাসেজটি পাঠানো যাচ্ছে না। এমনকী ম্যাসেজ পাঠাতে গেলেই বারবার “নো কনটেন্ট ফাউন্ড” দেখাচ্ছে। আর এরপর তৃনমূল নেতৃত্বের পক্ষ থেকে একটি অভিযোগ জানালে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় হোয়াটস অ্যাপ কতৃপক্ষ। এদিকে একের পর এক দলের সোশাল সাইটগুলি বন্ধ হওয়ায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় তৃনমূলের বাড়বাড়ন্ত কমাতেই বিজেপি এই চেষ্টা করছে বলে এদিন গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। পাশাপাশি গোটা ব্যাপারে দলের তরফ থেকে আইনি ব্যাবস্থা নেওয়ার হুশিয়ারিও দেওয়া হয়েছে। সব মিলিয়ে এবার আচমকাই ফেসবুক এবং হোয়াটস অ্যাপ গ্রুপ বন্ধ হওয়ায় বিজেপির গভীর ষড়যন্ত্রের ইঙ্গিতকেই দেখতে পাচ্ছে তৃনমূল কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!