এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সোমবার বিজেপির পদযাত্রায় কেন অনুপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায়? কি বললেন বিজেপির রাজ্য সভাপতি? আসুন জেনে নিন

সোমবার বিজেপির পদযাত্রায় কেন অনুপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায়? কি বললেন বিজেপির রাজ্য সভাপতি? আসুন জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক বছরেরও বেশি সময় হল বিজেপিতে যোগদান করেছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু, বিজেপিতে যোগদানের পরও তেমন কোন সক্রিয় ভূমিকা গ্রহণ করতে দেখা যাচ্ছে না শোভন চট্টোপাধ্যায়কে। আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে দলে তাঁকে সক্রিয় করে তুলতে, অনুঘটক হিসেবে শোভন চট্টোপাধ্যায়কে কলকাতার পর্যবেক্ষক ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সহ পর্যবেক্ষকের পদ দেয়া হয়। এরপর শোভন চট্টোপাধ্যায়ের নেতৃত্বেই গত সোমবার এক রোডশোয়ের আয়োজন করে বিজেপি। কিন্তু এই রোডশোয়ে অনুপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আজ এই প্রসঙ্গেই বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, বৈশাখী বন্দ্যোপাধ্যায় রোডশোয়ে তাঁদের অনুপস্থিতি প্রসঙ্গে পরবর্তীতে গণমাধ্যমকে জানিয়েছেন যে, তাঁর পায়ের সমস্যা ছিল, পা ফোলা থাকার কারণেই মিছিলে যোগদান করতে পারেননি তিনি। তিনি মিছিলে যোগদান না করার কারণে অনুপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায়। বৈশাখী বন্দ্যোপাধ্যায় এটাও বোঝানোর চেষ্টা করেছেন যে, সেদিন তাঁরা পদযাত্রায় অংশগ্রহণ না করলেও, তাঁরা বিজেপি থেকে নিজেদের বিচ্ছিন্ন করেননি। বিজেপিতেই তাঁরা আছেন। তিনি জানিয়েছেন, সোমবারের মিছিলের না থাকার অর্থ এমনটা নয় যে, পরবর্তীতে বিজেপির কর্মসূচিতে আর তাঁরা অংশগ্রহণ করবেন না। তাঁরা দলেই আছেন ও দলের দায়িত্ব পালন করছেন। কিন্তু তাঁদের সঙ্গে তৃণমূল বিধায়কের বৈঠক যথেষ্ট প্রশ্ন তুলেছে। এবারে এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ পুরুলিয়াতে চায়ে পে চর্চার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই অনুষ্ঠানস্থল থেকে তিনি জানালেন যে, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় এখনো বিজেপির সুরে সুর মেলাতে পারেননি। যখনই তাঁরা সুর মেলাতে পারবেন তখন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এরপর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শাসক দল তৃণমূলের প্রতি জানালেন যে, এই দলে কখনো সুর ছিল না। যে কখনও গান গায় নি, সে এখানে গান গায়। জোর করে শিল্পী হন, ছবি আঁকেন। এই দলে একজন গান গায়, বাকিরা সকলে তালি বাজায়। এখানে কা-কা গান গাওয়া হয়। তাই সুর মিলবে কি করে?

গত সোমবারে বিজেপির মেগা রোডশোয়ে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, তাঁরা কেন মিছিলে আসেন নি? তা তিনি জানেন না। বিজেপি দলে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, তারাই এ বিষয়টি দেখবেন। সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেছিলেন যে, এই কাজের জন্য কি শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে শোকজ করবে দল? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি জানালেন যে, তার জন্যও দলে আলাদা ব্যবস্থা আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!