এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের কি মন্ত্রিসভার সম্প্রসারণ? আগামীকালের শপথগ্রহণ ঘিরে জল্পনা রাজ্যে!

ফের কি মন্ত্রিসভার সম্প্রসারণ? আগামীকালের শপথগ্রহণ ঘিরে জল্পনা রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। আর ধাপে ধাপে রাজ্য বিধানসভায় একের পর এক বিধায়ক শপথ নিয়েছেন। মন্ত্রীরা শপথ নিয়েছেন রাজভবনে। কিন্তু এবার শপথগ্রহণ পর্ব মোটামুটি সম্পন্ন হলেও, শুক্রবার আবার সেই শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য বিধানসভায়‌। স্বাভাবিক ভাবেই জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। আবার এই শপথ গ্রহণ কেন! তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে কৌতুহল।

জানা গেছে, বিভিন্ন কাজ বা অসুস্থতা থাকার কারণে রাজ্যের বেশকিছু শাসক বা বিরোধী দলের বিধায়করা শপথ গ্রহণ করতে পারেননি। এমনকি দুই মন্ত্রী রাজভবনে শপথ গ্রহণের সময় উপস্থিত থাকতে পারেননি। ভার্চুয়ালি তারা শপথবাক্য পাঠ করেছেন। তাই এই পরিস্থিতিতে তাদের সকলের শপথ গ্রহণ আগামীকাল অর্থাৎ শুক্রবার অনুষ্ঠিত হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আগামীকাল মোটের ওপর দুই মন্ত্রী সহ শাসক-বিরোধী উভয়দলের 12 জন বিধায়ক শপথ গ্রহণ করবেন। তাদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বলা বাহুল্য, এর আগে রাজভবনে যখন মন্ত্রীরা শপথ নিয়েছিলেন, তখন করোনা পরিস্থিতির জন্য অসুস্থতা থাকার কারণে সেখানে উপস্থিত হতে পারেননি রাজ্যের দুই মন্ত্রী। যার মধ্যে ছিলেন ব্রাত্য বসু এবং রথীন ঘোষ। তবে এবার সম্পূর্ণ সুস্থ তারা‌। তাই বর্তমানে আগামীকাল অন্যান্য বিধায়ক, যারা এখনও পর্যন্ত শপথ গ্রহণ করেননি, তাদের সাথে সাথে দুই মন্ত্রী রাজ্য বিধানসভায় শপথ গ্রহণ করবেন।

অনেকে বলছেন, বিধায়কদের মধ্যে অনেকেই শপথ গ্রহণ করতে পারেননি। কারণ তাদের কাছে নির্দিষ্ট খবর ছিল না। সেক্ষেত্রে মালদহ, মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের বেশকিছু জেলার বিধায়করা এই শপথ গ্রহণে অংশগ্রহণ করতে পারেননি। তাই তারা আগামীকাল অর্থাৎ শুক্রবার রাজ্য বিধানসভায় শপথ গ্রহণ করবেন।

এর মধ্যে শাসকদলের বেশকিছু বিধায়ক যেমন রয়েছে, ঠিক তেমনই রয়েছেন বিরোধী দল বিজেপির বিধায়ক। সব মিলিয়ে প্রথম শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর বাকি বিধায়ক এবং মন্ত্রীদের শপথ গ্রহণ আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য বিধানসভায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!