এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দূরত্ত্ব কি আরো বাড়লো, শোভন গড়ের দ্বায়িত্ত্ব অন্য হেভিওয়েটকে – বাড়ছে জল্পনা

দূরত্ত্ব কি আরো বাড়লো, শোভন গড়ের দ্বায়িত্ত্ব অন্য হেভিওয়েটকে – বাড়ছে জল্পনা


শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদানের পর থেকেই একের পর এক বিতর্ক চলছে। কখনো দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদান নিয়ে আপত্তি জানানো কিংবা তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ্য সম্মান পাচ্ছেন বলে দাবি করা। এখানেই শেষ নয়, বিতর্ক বাড়িয়ে তাঁর বিশেষ বান্ধবীর বিজেপি ছেড়ে দেওয়ার কথা বলা- এমনকি তৃণমূল মহাসচিব পার্থ চট্ট্যোপাধ্যায়ের সাথে ফোনে কথা বলা এবং অমিত শাহের সভায় উপস্থিত না থাকা। সব কিছুই বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বাড়ার ইঙ্গিত দিয়েছে।

যদিও দলের তরফ থেকে বার বার দাবি করা হয়েছে সব ঠিক আছে বলে কিন্তু এবার শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে বিজেপিতে যে অস্বস্তি এখনও কাটেনি তা ফের সামনে এসে গেলো রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ঘোষণায়। রবিবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যে গান্ধী সংকল্প যাত্রার কথা ঘোষণা করেন। এবং স্বীয় হয় যে, যে যে এলাকায় যে যে সাংসদ আছেন, বা বিধায়ক আছেন বা যে এলাকায় যার প্রতিপত্তি বেশি সেই সেই এলাকায় সেই সেই হেভিওয়েট নেতা – নেত্রীই দ্বায়িত্ত্ব পাবেন।

রবিবার রাজ্যে গান্ধী সংকল্প যাত্রার সূচি ঘোষণা করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, দলীয় বিধায়ক, সাংসদরা ছাড়াও এবারের নির্বাচনে যেসব প্রার্থীরা পরাজিত হয়েছেন, সেই সেই কেন্দ্রে তাঁরা এই গান্ধী সংকল্পযাত্রার নেতৃত্ব দেবেন। কিন্তু ঘোষণার সময় বাদ সাধলো শোভন গড় দক্ষিণ কলকাতা। দক্ষিণ কলকাতার দায়িত্ব দেওয়া হলো বিধাননগরের প্রাক্তন মেয়র ও বর্তমান বিজেপি নেতা সব্যসাচী দত্তকে যা ঘিরেই জল্পনা তুঙ্গে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দক্ষিণ কলকাতা শোভন চট্ট্যোপাধ্যায়ের গড় নাম পরিচিত।তৃণমূলে থাকা কালীন দক্ষিণ কলকাতার সব দ্বায়িত্ত্ব পেতেন শোভনবাবু। বেহালা পূর্ব দক্ষিণ কলকাতা কেন্দ্রের মধ্যে পড়ে। তিনি হাতের তালুতে চেনেন দক্ষিণ কলকাতাকে।তাঁকে দ্বায়িত্ত্ব দিয়ে নিরাশাও হতে হয়নি তাঁর প্রাক্তন দলকে। আর বার জয় এনে দিয়েছেন। ফলে এখন যখন তিনি বিজেপিতে তখন তাঁকে বাদ দিয়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া তাঁরই সতীর্থ সব্যসাচী দত্তকে দায়িত্ব দেওয়া হলো কেন এই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিকমহলে।

তবে শোভন চট্টোপাধ্যায়কে দায়িত্ব না দেওয়া নিয়ে মুখ খুলেছে বিজেপি। বিতর্ক থামাতে দাবি করা হয়েছে, শোভন চট্টোপাধ্যায় এখন কলকাতায় নেই। তিনি ফিরলে কথা বলা হবে।

যদিও রাজনৈতিকমহল এই দাবি মানতে নারাজ। তাদের মতে, ১ অক্টোবর নেতাজি ইন্ডোরে অমিত শাহের সভায় শোভন চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়ে ফোন করেছিলেন দিলীপ ঘোষ। কিন্তু সেখানে শেষ পর্যন্ত উপস্থিন হননি শোভনবাবু বা বৈশাখী। যার জেরেই কি আরো তিক্ততা বেড়েছে বিজেপির সাথে প্রাক্তন মেয়র ও তাঁর বান্ধবীর। আর তার জেরেই কি গান্ধী সংকল্প যাত্রায় দায়িত্ব দেওয়া হয়নি শোভন চট্টোপাধ্যায়কে? এখন এই নিয়ে জল কোনদিকে গড়ায় শোভনবাবু বা বৈশাখী কি বলেন এই নিয়ে তা নিয়েই চলছে জোর জল্পনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!