উলুবেড়িয়া উপনির্বাচন ফলাফল: দুপুর ১২:৪৫ তে কে এগিয়ে, কে পিছিয়ে? বিশেষ খবর রাজ্য February 1, 2018 মোটামুটিভাবে উলুবেড়িয়া লোকসভার নবম রাউন্ডের গণনা শেষ। দুপুর ১২:৪৫ তে পাওয়া খবর অনুযায়ী উলুবেড়িয়া লোকসভায় বর্তমানে (অসমর্থিত সূত্রে, গণনাকেন্দ্রের কাছে যেতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদের) নবম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ ২,৩৫,৮৪৫ ভোটে এগিয়ে, প্রাপ্ত ভোট ৩,৭৪,০৭৪ দ্বিতীয়স্থানে বিজেপির অনুপম মল্লিক, প্রাপ্ত ভোট ১,৩৮,২২৯ তৃতীয় স্থানে সিপিআইএমের সাবিরউদ্দিন মোল্লা, প্রাপ্ত ভোট ৭১,৩০০ চতুর্থ স্থানে কংগ্রেসের মোদাসের হোসেন ওয়ারসী, প্রাপ্ত ভোট ১২,৩৭৩ আপনার মতামত জানান -