বঙ্গ-বিজেপিতে বিভাজনটা কি স্পষ্ট হয়ে গেল? বিশেষ খবর রাজ্য November 7, 2017 বিজেপিতে যোগদান করে গতকাল কলকাতায় ফিরে প্রায় জনজোয়ারে ভেসে বিমানবন্দর থেকে রাজ্য বিজেপির সদর দফতরে পৌঁছান মুকুল রায়। সেখানেও তাঁকে হার্দিক ভাবে গ্রহণ করেন খোদ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, রাজু বন্দ্যোপাধ্যায় বা দেবশ্রী চৌধুরি সহ প্রায় সমস্ত শীর্ষ স্থানীয় নেতা-নেত্রী। কিন্তু এমন একটা দিনেও উল্লেখযোগ্য অনুপস্থিতি রাহুল সিনহা, রূপা গঙ্গোপাধ্যায় বা রীতেশ তেওয়ারির মত শীর্ষ নেতার। আর এই নিয়েই চাপা গুঞ্জন শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। বেশ কিছু সংবাদমাধ্যমে কয়েকদিন আগেই প্রচারিত হয় রাহুল সিনহা চান না মুকুল রায় বিজেপিতে যোগদান করুন। আর তাঁর এই বেঁকে বসাতেই আটকে যাচ্ছিল বিজেপিতে মুকুল-যোগ। এরপর প্রায় হঠাৎ করেই সরাসরি দিল্লি থেকে মুকুল রায় বিজেপিতে যোগদান করেন কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে। তখন এরকমও গুঞ্জন ওঠে রাহুল সিনহা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারেন, যদিও কোনো খবরের সত্যতাই প্রিয়বন্ধু বাংলার পক্ষে যাচাই করে দেখা সম্ভব হয় নি। কিন্তু গতকালের অনুষ্ঠানে রাহুলবাবুর নিজের ও তাঁর গোষ্ঠীর সকলনেতাদের অনুপস্থিতি দেখে রাজনৈতিকমহলে গুঞ্জনটা বেড়েই গেল। এখন দেখার সত্যিই বঙ্গ বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের সম্মুখীন নাকি পুরোটাই গুজব, রাহুলবাবুরা কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি। এর উত্তর ভবিষ্যৎই দিতে পারে একমাত্র। আপনার মতামত জানান -