এখন পড়ছেন
হোম > অন্যান্য > জঘন্যের থেকেও খারাপ ক্রিকেট? KKR-এর বিধায়ঘন্টার মাঝেই আসল ‘ভিলেনকে’ খুঁজে পেলেন সমর্থকরা?

জঘন্যের থেকেও খারাপ ক্রিকেট? KKR-এর বিধায়ঘন্টার মাঝেই আসল ‘ভিলেনকে’ খুঁজে পেলেন সমর্থকরা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- বাঙালি যেকোনো পরিস্থিতিতে আশা ভরসা রাখতে পারেন বলেই জানা যায়। আর তাই গত কয়েকবছর আইপিএলে কেকেআর নিয়ে যে ঘটনাই ঘটে থাকুক না কেন, এবছর আইপিএলে কেকেআর যে ভালো পারফর্মেন্স করবে সেই আশাই ছিল কেকেআর সমর্থকদের। কিন্তু বৃহস্পতিবার কেকেআরের পারফরম্যান্সের পর সেই ধৈর্যের পারদ যে আর ধরে রাখতে পারেননি কেকেআর সমর্থকরা, সে কথাই প্রমাণ হয়ে গেছে।

তবে এক্ষেত্রে দেখতে গেলে উঠে আসা বিভিন্ন সম্ভাবনার মধ্যে থেকে প্রথমেই বলা যায় টিম সিলেকশনের কথা। যেখানে ঋদ্ধিমান সাহা, ক্রিস গেইল, শামি, সূর্যের মতো এমন দুর্দান্ত বোলার ক্রিকেটাররা রয়েছেন, সেখানে রিঙ্কু সিং এর মত ক্রিকেটারকে মাঠে নামানোর এমন বোকামো যে কেউ করতে পারে সে কথা ভাবতে পারেননি কেউই। অন্যদিকে ব্যাটিং অর্ডার থেকে শুরু করে প্লে অফে পৌঁছানোর সমস্ত কিছু নিয়েই নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন কেকেআর সমর্থকরা।

বস্তুত আজকে রাজস্থান রয়েলস এর সঙ্গে ম্যাচে জেতা থেকে শুরু করে প্লে-অফে পৌঁছতে গেলে কেকেআর টিমকে যে জটিল হিসেবের মধ্যে দিয়ে যেতে হবে, তা দেখে কেকেআরের প্লে অফ পর্যন্ত পৌঁছানোর আশা রাখা যে মুর্খামি ছাড়া আর কিছুই নয়, সে কথা আলাদা করে বলে দিতে হয় না। তবে এক্ষেত্রে টিমের সমর্থকদের ক্ষোভের আরও একটি কারণ হলো এমন দুর্দশার কারণ জানার উপায় নেই কোন কেকেআর সমর্থকেরই।

কারণ মিডিয়ার সঙ্গে কেকেআরের টিম ম্যানেজমেন্টের সেভাবে কোনো যোগাযোগ নেই বললেই চলে। যার ফলে টিমের ব্যাটিং অর্ডার থেকে শুরু করে খেলোয়াড়দের শারীরিক অবস্থা, এমনকি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও কোন কথা জানা যায় না। এপ্রসঙ্গে বলতে গিয়ে আইপিএলে কেকেআরের একেবারে প্রথম দিনের সঙ্গী একজনের কথায়, এই সমস্ত কিছুর পেছনেই যিনি রয়েছেন তিনি হলেন কেকেআরের সিইও বেঞ্জি মাইসো।

তাঁর কথাতেই যে এমন সমস্ত কাজ চলে, তাঁর কথায় তেমনটাই জানা গেছে। অন্যদিকে কেকেআরের পূর্ব অধিনায়ক দীনেশ কার্তিকের স্বজনপোষণ সম্পর্কে কথা উঠলে যেখানে কেবলমাত্র দিনেশ কার্তিককেই দায়ী করা হয়েছিল, সেখানে বেঙ্কির মতো ব্যক্তিত্ব থাকায় যে কেবলমাত্র একা দীনেশ কার্তিককে দেওয়া চলে না সে কথাও জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর কথায় কেবলমাত্র কেকেআরের ফ্র্যাঞ্চাইজির সিইও ছাড়া টিমের স্ট্র্যাটেজিতে এমন ভাবে কাউকে কোনোদিন মাথা ঘামাতে দেখা যায়নি বলেও তিনি জানিয়েছেন। আর স্বজনপোষণের কারণে যে তাই রিঙ্কু সিং নীতিন নায়েকের মত খেলোয়াড়রা জায়গা করে নেবে সে কথা আলাদা করে বলে দিতে হয় না।

অন্যদিকে ম্যাকালামকে টিম কোচ নেওয়ার ক্ষেত্রে এত কেন তোড়জোড় দেখানো হলো, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কথায় তিনি আদৌ একজন সহকারী কোচ ছাড়া আর কিছুই নয়। তাই তাঁকে কোচ করলে টিম যে এমন জায়গাতেই থাকবে, সে কথা বলাই বাহুল্য। সেইসঙ্গে মরগ্যানকে অধিনায়ক করার কথা বলা হয়েছে।

গম্ভীর কেকেআরের অধিনায়ক থাকাকালীন তিনি যেভাবে টিম ম্যানেজ করেছিলেন মরগ্যানের সেই সুযোগ পাওয়ার জায়গা কোথায়! তার কারণ প্রায় সমস্ত আশা শেষ হয়ে যাওয়ার পরেই মর্গ্যানকে অধিনায়ক করা হয়েছে। অন্যদিকে সবাই যে ফ্র্যাঞ্চাইজির সিইওর কথায় ওঠে বসে সে কথা বোঝা যায়।

কারণ কেকেআরের কোন স্যুট থাকলেই সেটা প্রকাশ পায়। কারণ কেকেআরের যেকোন স্যুটে বিশেষ এক সাপোর্ট স্টাফের স্ত্রীর একাউন্টে নিয়মিত পৌঁছে যায় আড়াই লক্ষ টাকা। কারণ তিনি নাকি স্টাইলিস্ট। বস্তুত এই সমস্ত বিভিন্ন কারণে কেকেআরের বিদায়ঘণ্টা বেজে গেলেও যখন নাইট মেন্টর ডেভিড বলেন যে এখনো সব আশা শেষ হয়ে যায়নি, তখন যেকোনো কেকেআর ভক্ত হিসেবে ক্ষোভ ধরে রাখা হয়তো সত্যিই খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!