এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোট-পরবর্তী হিংসায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য, বড় ঘোষণা মমতার!

ভোট-পরবর্তী হিংসায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য, বড় ঘোষণা মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –রাজ্যে নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই হিংসার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করেছে বিভিন্ন জায়গায়। কোথাও তৃণমূল, আবার কোথাও বা বিজেপি নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছেন। আর এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল।

মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই হিংসার ঘটনাকে দমন করতে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনার খবর আসতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে ভোট-পরবর্তী হিংসায় যে সমস্ত ব্যক্তি খুন হয়েছেন, তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই এই ব্যাপারে একটি ঘোষণা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোট পরবর্তী হিংসায় যারা মারা গিয়েছেন, তাদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। যে দলের কর্মী খুন হয়েছেন, তাদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। অর্ধেক বিজেপি এবং অর্ধেক তৃণমূল কংগ্রেসের কর্মী মারা গেছেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ ভোট পরবর্তী হিংসা যে হয়েছে এবং তার ফলে যে বেশকিছু প্রাণ চলে গেছে, তা কার্যত স্বীকার করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে সাথে নিহত কর্মীদের পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্যের ঘোষণা করতে দেখা গেল তাকে। অর্থাৎ যে দলেরই কর্মী হোক না কেন, যারা এই সংঘর্ষের ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের সকলের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বাংলায় ভোটের পরবর্তী সময় কালে এই ধরনের হিংসার ঘটনা বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। কেন এই হিংসাকে আটকানো যাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি।

তবে আজ নবান্নের সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে হিংসার ঘটনায় যে সমস্ত রাজনৈতিক কর্মী মারা গিয়েছেন, তাদের সকলের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করার কথা জানিয়ে দিলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!