এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশজোড়া বিজেপির ধাক্কায় আরো বেশি জোর পেলেন বিজেপি-বধের ‘মাস্টারমাইন্ড’

দেশজোড়া বিজেপির ধাক্কায় আরো বেশি জোর পেলেন বিজেপি-বধের ‘মাস্টারমাইন্ড’


রাজনৈতিক পরিসংখ্যান অনুয়ারী দেশের ১০ টি রাজ্যের উপনির্বাচনে বিজেপিকে নিরস্ত করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস সহ  আঞ্চলিক দলগুলি। বহু প্রচেষ্টা সত্ত্বেও বিজেপি কোথাওই সেভাবে প্রতিরোধ গড়তে পারেনি। এই পরিপ্রক্ষিতে বিরোধী আঞ্চলিক দলগুলির ভূয়সী প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একই সাথে তিনি ঐ দলগুলিকে বিজেপির বিরুদ্ধে যুদ্ধ জয়ের উপায়ও বলে দিয়েছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বললেন , “আঞ্চলিক দলগুলির চরিত্র পাল্টেছে। এখন আর আঞ্চলিক দলগুলিকে দুর্বল ভাবলে বোকামি হবে।”  ২০১৯ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্যে উত্তর প্রদেশ রাজ্যকে প্রধান বিজেপি ঘাঁটি হিসেবে সনাক্ত করেছেন তিনি। উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসন রয়েছে। সম্প্রতি দুটি উপ নির্বাচনে হারের ফলে ৬৯ টি আসন এই মুহূর্তে বিজেপি দখলে। এত গুলি আসনে বিজেপিকে প্রতিহত করতে পারলেই লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলির সমন্বয়ে তৈরী জোটের সরকার গঠনের পথ অনেক সহজ হয়ে যায়। উল্লেখ্য এই রাজ্যে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও কংগ্রেস দলের মধ্যে রাজনৈতিক সমঝোতার পরিবেশ তৈরী হয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রীর মতে এই সমঝোতা আরও জোরালো করতে পারলেই ২০১৯ সালে লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির কে সার্বিকভাবে প্রতিহত করা খুব একটা কঠিন কাজ নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!