এখন পড়ছেন
হোম > অন্যান্য > বড় খবর! যে কোন মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়ে যেতে পারে দক্ষিণ আফ্রিকা?

বড় খবর! যে কোন মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়ে যেতে পারে দক্ষিণ আফ্রিকা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- আন্তর্জাতিক ক্রিকেটে সম্প্রতি বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। সম্প্রতি জানা গেছে, দুর্নীতির অভিযোগে সে দেশের ক্রিকেট বোর্ডকে ভেঙে দেওয়া হয়েছে। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ক্রিকেট দলের ভবিষ্যত। সেইসঙ্গে বর্তমানে ক্রিকেটের দায়িত্ব গেছে দেশের সরকারের ওপর। তবে আইসিসির নিয়ম অনুযায়ী এটা হওয়া সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ। তাই এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। কেন এমন সিদ্ধান্ত নিতে হল, এরপর আইসিসিই বা কি করবে, সেই নিয়ে আপাতত বিতর্ক রয়েছে আন্তর্জাতিক ক্রীড়াপ্রেমীদের মনে।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৮৮৮-৮৯ খেলার মরশুমে ইংল্যান্ডের ক্রিকেট দলকে স্বাগত জানাতে একই সময়ে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেছিল। প্রথমদিকে, দলটির অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের হয়ে কোনও ম্যাচ না থাকলেও, অভিজ্ঞতা এবং দক্ষতার ভর করে তারা বিশ শতকের প্রথম দশকে একটি প্রতিযোগিতামূলক দল গঠন করতে সক্ষম হয়েছিল। কয়েক দশক পর্যন্ত দলটি নিয়মিত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিল। জানা যায়, ততদিনে নেলসন ম্যান্ডেলার দেশে বর্ণবাদ যথেষ্ট কমে এসেছিল এবং অন্যান্য আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার পদক্ষেপের সাথে মিল রেখে আইসিসির দ্বারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার পরে, দক্ষিণ আফ্রিকা এমন একটি অবস্থানে উন্নীত হয়েছিল যেখানে ক্রিকেট দলটি বিশ্বের সেরা হতে সক্ষম হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সম্প্রতি এক বিবৃতিতে এসএএসসিওসির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ‘‌‘২০১৯ সালের ডিসেম্বর মাস থেকেই সিএসএ–তে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে। নিজেদের দলের মধ্যেই বিশ্বাসযোগ্যতার অভাব দেখা যায়। এর ফলে অনেকের ক্রিকেটের উপর থেকে বিশ্বাস সরে যাচ্ছিল বলে মনে করা হয়। সেইসঙ্গে এর প্রভাব পড়ছিল খেলোয়াড়দের পারফরম্যান্সেও। আর তাই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও শোনা গেছে। ওই কমিটিকে এক মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

অন্যদিকে, আগে জিম্বাবোয়ের সরকার সেদেশের ক্রিকেট বোর্ডের উপর নিয়ন্ত্রণ নেওয়ার পর তাদের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করে আইসিসি। তাই দক্ষিণ আফ্রিকা সরকারের এই সিদ্ধান্ত যে কোনও দেশের সরকার ক্রিকেট সংস্থার উপর নিয়ন্ত্রণ রাখবে, এটা একেবারেই পছন্দ নয় তাদের। তাই এখন দেখার বিষয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকার উপরও একই নিষেধাজ্ঞা জারি করে হয় কিনা।প্রসঙ্গত উল্লেখ্য, ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে বোর্ডের কর্মকর্তাদেরও বিষযটি থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!