এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ব্যারিকেড দিয়েও আটকাতে পারল না মমতার পুলিশ! বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার

ব্যারিকেড দিয়েও আটকাতে পারল না মমতার পুলিশ! বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই গেরুয়া শিবির ঘোষণা করেছিল উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যা অভিযান করা হবে। সেই অনুযায়ী আজ ছিল গেরুয়া শিবিরের উত্তরকন্যা অভিযান। অন্যদিকে শিলিগুড়ি প্রশাসন এই অভিযানকে ব্যর্থ করার প্রচেষ্টায় ব্যাপকভাবে ব্যবস্থা গ্রহণ করেছিল। রাজ্যে আজ সবথেকে বেশি কৌতূহল ছিল পূর্ব মেদিনীপুরে মমতা বন্দোপাধ্যায়ের সভা ঘিরে। রাজনৈতিক মহলের একাংশের মতে, নিজেদের দিকে আলোকবর্তিকা টানতে একই দিনে গেরুয়া শিবিরও উত্তরকন্যা অভিযানের কথা ঘোষণা করেছে। আর এদিন উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি শিলিগুড়িতে।

মিছিল আটকাতে ব্যারিকেড দেওয়া হয়। কিন্তু ব্যারিকেড ভেঙে তিনবাত্তি মোড়ে পুলিশের সঙ্গে ব্যাপকভাবে ধাক্কাধাক্কি হয় গেরুয়া শিবিরের নেতাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়। সোমবার বেলার দিকে বিজেপি কর্মী সমর্থকরা উত্তরকন্যা অভিযানে অংশ নিতে একজোট হন। শিলিগুড়ির ফুলবাড়ি থেকে মিছিলের নেতৃত্ব দেন দিলীপ ঘোষ ও সায়ন্তন বসু। এবং বাকি দুটি মিছিলের নেতৃত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। বেলা দুটো নাগাদ শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে মিছিল জড়ো হয়ে পুলিশের ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করা হয়। সে সময় পুলিশ এবং বিজেপি কর্মীদের ধস্তাধস্তিতে এলাকা রণাঙ্গন হয়ে ওঠে।

তিনবাত্তি মোড়ের কাছে এই রাস্তাতেই বিজেপি যুব কর্মীরা এপর বসে পড়েন বিক্ষোভ দেখাতে। সাথে সাথেই পুলিশ ওই এলাকায় 144 ধারা জারি করে জমায়েত ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। কিন্তু বিজেপির যুব মোর্চার নেতারা পুলিশের কথায় কর্ণপাত করেনি বলে অভিযোগ। এরপর বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ জলকামান নিয়ে আসরে নামে। তাতেও কাজ না হলে টিয়ারগ্যাস ফাটানো হয়। পুলিশ-বিজেপি সংঘর্ষে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বেশ কয়েকজন সাংবাদিক, বিজেপি কর্মী এবং পুলিশ আহত হয়েছে বলে জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, পুলিশ যখন বাধা দেওয়ার চেষ্টা করে বিজেপির মিছিলকে, তখন বিজেপির তরফ থেকেও পাল্টা ইঁট বৃষ্টি হয়। এরপর আসরে নামেন মহিলা মোর্চার কর্মীরা। তারা ব্যারিকেডের দড়ি খুলে দেন। যথারীতি পুলিশ ব্যারিকেড ভাঙা আটকাতে জলকামানের ব্যবহার শুরু করে। টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ। জলের তোড়ে পড়ে অবশ্য পিছু হটে যায় বিজেপি কর্মীরা। এই পরিস্থিতিতে আরও দুটি মিছিল কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে এলাকায় এসে জড়ো হয়। পুলিশ তাঁদের অবশ্য প্রতিহত করতে প্রস্তুত ছিলই।

জানা গেছে, বিজেপিকে বাধা দেওয়ায় তাঁরা ব্যারিকেডের সামনে আগুন জ্বালিয়ে দেয়। এদিনের পরিস্থিতি দেখে স্থানীয় বাসিন্দারা তীব্র আতঙ্কে ভুগতে থাকে। একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে আজকের উত্তরকন্যা অভিযান গেরুয়া শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে উত্তরকন্যা অভিযান ব্যর্থ করতে পুলিশি পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গেরুয়া শিবিরের নেতারা। যদিও পুলিশ সফল হয়নি বলেই দাবি বিজেপির। সব মিলিয়ে উত্তরকন্যা অভিযান ঘিরে দিনভর উত্তাল হয়ে রইলো শিলিগুড়ি।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!