এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পদ থেকে ইস্তফা দিব্যেন্দুর, নতুন কে? জল্পনা শুরু

পদ থেকে ইস্তফা দিব্যেন্দুর, নতুন কে? জল্পনা শুরু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হঠাৎ করেই মধ্যশিক্ষা পর্ষদের অন্দরে হয়ে গেলো একটি বড় ঘটনা। যা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। কিছুদিন আগেই মধ্যশিক্ষা অ্যাড হক কমিটির পক্ষ থেকে যাকে শিক্ষারত্ন দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায় এদিন মধ্যশিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটি থেকে ইস্তফা দিলেন। কেন তিনি ইস্তফা দিয়েছেন, তা নিয়ে এখনো কোনো সদুত্তর পাওয়া যায়নি। তবে তাঁর ইস্তফা পত্র গ্রহণ করে তাঁকে দায়িত্ব মুক্ত করেছে স্কুল শিক্ষা দপ্তর।

প্রসঙ্গত, দীর্ঘদিন মধ্যশিক্ষা পর্ষদের নির্বাচন হয়নি এবং পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব সামলে দীর্ঘদিন সভাপতিত্ব করে গেছেন দিব্যেন্দু মুখোপাধ্যায়। বর্তমানে অ্যাড হক কমিটি মধ্যশিক্ষা পর্ষদের সমস্ত কার্যনির্বাহী দায়িত্ব পরিচালনা করে। অন্যদিকে দিব্যেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের সংবাদ মাধ্যমগুলি যোগাযোগের চেষ্টা করলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। এমনকি একাধিকবার ফোন করলেও তিনি কোনো উত্তর দেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উল্লেখ্য গত 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন তাঁকে শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হয় শিক্ষা দপ্তর থেকে। কিন্তু গ্রহণ করেও সেই পুরস্কার তিনি পরের দিনই ফিরিয়ে দেন। সে প্রসঙ্গে তিনি যুক্তি দেখিয়েছিলেন, যেহেতু তিনি শাসকদলের শিক্ষক নেতা, তাই তার পুরস্কার গ্রহণ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হতে পারে। আর তাই তিনি এই পুরস্কার ফেরত দিয়েছেন। যদিও বিভিন্ন মহলে কিন্তু প্রশ্ন উঠেছে যদি তিনি পুরষ্কার ফেরতই দেন, তাহলে তিনি পুরস্কার নেওয়ার আবেদন কেন করেছিলেন?

তবে সেদিনের পুরস্কার ফেরত ঘটনার সঙ্গে আজকের ইস্তফা প্রদানের কোন যোগসূত্র আছে কিনা, তা অবশ্য এখনও জানা যায়নি। অন্যদিকে সামনেই আসছে বিধানসভা নির্বাচন। তার আগেই মধ্যশিক্ষা পর্ষদের দীর্ঘদিনের অ্যাড হক কমিটি থেকে সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায়ের পদত্যাগের কারণে উঠেছে বিভিন্ন প্রশ্ন। অনেকের মনেই প্রশ্ন, মধ্যশিক্ষা পর্ষদেও কি এবার নির্বাচন হবে? বিশেষজ্ঞদের মতে, যেভাবে দিব্যেন্দু মুখোপাধ্যায় পদত্যাগ করলেন, তা সে দিকেই ইঙ্গিত করছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!