এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল নয়, দেদার ছাপ্পা সিপিএমের! পঞ্চায়েত ভোটে বেনজির দৃশ্যের সাক্ষী বাংলা!

তৃণমূল নয়, দেদার ছাপ্পা সিপিএমের! পঞ্চায়েত ভোটে বেনজির দৃশ্যের সাক্ষী বাংলা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে রাজ্য থেকে কার্যত মুছে গিয়েছে বামেরা। কিন্তু যে কোনো নির্বাচনকে কেন্দ্র করে যখনই বর্তমান শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলা হয়, তখন বামেদের ঘাড়ে দোষ চাপাতে দেখা যায় তৃণমূল নেতাদের। তারা দাবি করে, সিপিএমের আমলে একের পর এক বুথ দখল করে রিগিং হয়েছে। আর এবার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভয়াবহ দৃশ্যের সাক্ষী থাকলো রাজ্য। যেখানে বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে, সেখানে বাদুড়িয়ার একটি বুথে দেখা গেল সিপিএম কর্মীরা দেদার ছাপ্পা দিচ্ছেন। ইতিমধ্যেই ভাইরাল হওয়া সেই ভিডিওকে কেন্দ্র করে নানা মহলে শোরগোল পড়ে গিয়েছে।

প্রসঙ্গত, আজ সকাল থেকেই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়েছে। বেশিরভাগ জায়গাতেই অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু উলট পুরাণ দৃশ্যের সাক্ষী থাকলো বাদুড়িয়া। যেখানে দেখা যাচ্ছে, পুলিশের সামনে ছাপ্পা ভোট দিচ্ছেন সিপিএমের কর্মীরা। আর এই ঘটনা সামনে আসতে নানা মহলে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে বলছেন, যেখানে তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির এবং বুথ দখল করার অভিযোগ উঠছে, যেখানে বামেরা কার্যত মুছে গিয়েছে, তাহলে তারা এই সাহস পেল কি করে! তাহলে কি তৃণমূল সূক্মভাবে কৌশলগত কারণে বিজেপিকে মুছে ফেলতেই সিপিএমকে অক্সিজেন দেওয়ার কাজ করেছে! আর সেই কারণেই কি সিপিএমের পক্ষ থেকে এত বড় ঘটনা ঘটানো হলো!

বিশেষজ্ঞদের মতে, এমন দৃশ্য এযাবৎকালের মধ্যে রাজ্যে কখনও চোখে পড়েনি। যেখানে মূল লড়াই হচ্ছে তৃণমূল এবং বিজেপির মধ্যে, সেখানে কিভাবে কার্যত রাজনৈতিকভাবে শূন্য হয়ে যাওয়া বামেদের নেতারা ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে দেদার ছাপ্পা দিল! তাহলে কি ধীরে ধীরে আবার রাজ্যে প্রাসঙ্গিক হতে শুরু করেছে বামেরা! কেন সেই বুথে তৃণমূলের কোনো প্রতিনিধি ছিল না! আর যদিও বা তারা থাকে, তাহলে কেন তারা সেই ঘটনার প্রতিবাদ জানালো না! বাদুড়িয়ার ঘটনায় ইতিমধ্যেই এইরকমই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!