নতুন সভাপতির উদ্দেশে কি বললেন অধীর চৌধুরী জাতীয় রাজ্য December 12, 2017 সর্বসম্মতিক্রমে কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধি। সভানেত্রী হিসেবে ১৯ বছর ধরে দল সামলেছেন তাঁর মা।।কিন্তু ভোটের প্রচার থেকে শুরু করে প্রার্থী বাছাই, জোট সবেতেই তিনি তাঁর গুরুত্বপূর্ণ মত দিয়েছেন আর তাই নয়া জমানা রাহুলকেই নেতা হিসেবে চাইছিল।আর এবার নিজের পদ ছেড়ে ছেলে রাহুল গান্ধীকেই গদিতে বসলেন প্রাক্তন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী। রাহুলের সভাপতি হয় নিয়ে খুশি কংগ্রেস নেতা কর্মী। এদিন অধীর চৌধুরীও রাহুল গান্ধীর কংগ্রেস সভাপতি হওয়া নিয়ে মুখ খুললেন। তিনি বলেন, “রাহুল গান্ধি আগামীদিনে দেশকে নতুন পথ দেখাতে চলেছে। তাঁর নেতৃত্বেই দেশে এক নতুন শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে।” আপনার মতামত জানান -