এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘ছি ছি পরে গিয়েছে রাজ্যে’, মমতা-কল্যাণকে তীব্র আক্রমন বিজেপি সভাপতির

‘ছি ছি পরে গিয়েছে রাজ্যে’, মমতা-কল্যাণকে তীব্র আক্রমন বিজেপি সভাপতির

রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে  হিংসা ও সন্ত্রাসের ঘটনা চলছে। এই ঘটনার অভিযোগে শাসক দল ও বিরোধী দল একে অন্যের দিকে আঙুল তুলেছে। বর্তমানে মনোনয়নপত্র পেশের সময়সীমার মেয়াদ বৃদ্ধি ও প্রত্যাহারের বিজ্ঞপ্তি কে ইস্যু করে আইনি যুদ্ধ চলছে। আর এখনই তখন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ  তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্যের শাসক দল এবং তৃণমূলের আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় সমালোচনা করলেন। এদিন দিলীপ বাবু বললেন, “রাজ্যে অত্যাচারের বন্যা বইয়ে দিয়ে মনোনয়ন দিতে দেয়নি তৃণমূল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এখনও প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। এদিনই পুরুলিয়ায় আমাদের পঞ্চায়েত প্রার্থীকে মারধর করেছে। রাজ্যজুড়ে সন্ত্রাসের বাতাবরণ। এই অবস্থায় মনোনয়ন বিতর্কে আদালতে মামলা করে মিথ্যাচার করছেন তৃণমূল সাংসদ। আর মানুষ ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কিছু করবেন। কিন্তু তিনি যা নমুনা রাখলেন তাতে ছি-ছি পড়ে গিয়েছে রাজ্যে।”  বুধবার সকালে কলকাতা হাইকোর্ট চত্বর থেকে কল্যান বাবুর বিজেপির বিরুদ্ধে উচ্চারিত বাক্যবাণে আহত এবং ক্ষুদ্ধ দিলীপ বাবু তৃণমূলের এই আইনজীবি নেতার বিরুদ্ধে অভিযোগ সহ আত্মপক্ষ সমর্থন করে বললেন, “কল্যাণবাবু মিথ্যা প্রচার করছেন। বিজেপি রণেভঙ্গ দেয়নি। আইন মেনেই নোটিশ না পাওয়ায় এদিন উপস্থিত হননি আমাদের আইনজীবী। আমরা বুধবার বিকেল ৪.১০ মিনিটে হাইকোর্টের নোটিশ পেয়েছি। যথাসময়ে বৃহস্পতিবার কোর্টে উপস্থিত হয়ে আমাদের জবাব দেব।” উল্লেখ্য বুধবার হাইকোর্টে পাল্টা মামলার আর্জি জানিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “বিজেপি ভয়ে আদালত ছেড়ে পালিয়েছে।” এদিন কল্যাণবাবুর অভিযোগ ছিল, আদালতে তথ্য গোপন করেছে বিজেপি, তার বিরুদ্ধেই মামলা। আর সেই মামলায় মুখোমুখি হওয়ার সাহস নেই রাজ্যের। তাই রণেভঙ্গ দিয়েছে। এদিন সুপ্রিম কোর্টেও ধাক্কা খেয়েছে বিজেপি। তাদের মামলা সটান পাঠিয়ে দিয়েছে হাইকোর্টে। সুপ্রিম কোর্ট আগেও জানিয়েছিল রাজ্যে পঞ্চায়েতে তারা হস্তক্ষেপ করবে না। এত কিছুর পরেও রাজ্য বিজেপির সভাপতি হার না মেনে পালটা বললেন, “কল্যাণবাবুর কোনও কথা আদালত শোনেননি এদিন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!