এখন পড়ছেন
হোম > জাতীয় > চমক দিয়ে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

চমক দিয়ে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘নিজস্বতা’ রেখেই প্রার্থী তালিকায় একগুচ্ছ চমক। এমনকি প্রার্থী ঘোষণার মধ্যে দিয়ে জোট জল্পনাও উস্কে দিলেন তিনি। আগের ঘোষণা থেকে পিছিয়ে এসে রাজ্যসভায় পঞ্চম আসনে প্রার্থী দিচ্ছে না তৃণমূল কংগ্রেস, ওই আসনে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিঙ্ঘভিকে সমর্থন করতে চলেছে ঘাসফুল শিবির। পুরোনো প্রার্থীদের মধ্যে পুনরায় টিকিট পেলেন শুধু নাদিমুল হক। বাকি তিনজনেই নতুন মুখ। তৃণমূলের টিকিটে বাকি তিন প্রার্থী হলেন শুভাশিস চক্রবর্তী, আবির বিশ্বাস ও ডঃ শান্তনু সেন। বিধানসভার অঙ্কের হিসাবে চারটি আসনেই জয় পাকা তৃণমূলের, পঞ্চম আসন ঘিরেই শুধু নির্বাচনের সম্ভাবনা তৈরী হয়েছিল, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কংগ্রেসের সঙ্গে হাত মেলানোতে এবারের রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে সব প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!