এখন পড়ছেন
হোম > জাতীয় > “আমার নাম করে লিখে রাখুন” ত্রিপুরা নিয়ে তৃণমূলকে চরম কটাক্ষ শুভেন্দুর!

“আমার নাম করে লিখে রাখুন” ত্রিপুরা নিয়ে তৃণমূলকে চরম কটাক্ষ শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামনেই ত্রিপুরার বিধানসভা নির্বাচন। তবে তার আগে সেই নির্বাচন উপলক্ষে ইশতেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। যেখানে বেকারদের ভাতা দেওয়া থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে গোটা বিষয় নিয়ে তৃণমূলকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তৃণমূল নোটার থেকেও কম ভোট পাবে বলে দাবি করলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “ত্রিপুরাতে আমরা তৃণমূলকে কাউন্ট করিনি। আমি যতগুলো সভা করেছি, সেখানে তৃণমূলের নাম পর্যন্ত উচ্চারণ করিনি। কারণ ত্রিপুরাতে তৃণমূল নোটার থেকেও কম ভোট পাবে। আমার নাম করে লিখে রাখুন, 2 মার্চ মিলিয়ে নেবেন।” স্বভাবতই যে ত্রিপুরা নিয়ে তৃণমূল এত প্রস্তুতি নিতে শুরু করেছে, সেই ত্রিপুরায় নির্বাচনের আগেই তৃণমূলকে কার্যত কটাক্ষ করে চাপের মুখে ফেলে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!